নিজস্ব প্রতিবেদন: এনআরসি নিয়ে একপ্রকার কেরল,পশ্চিমবঙ্গের পাশেই দাঁড়ালেন নীতীশ কুমার। রাজ্যে লাগু হবে না এনআরসি। বিহার বিধানসভায় পাস হয়ে এনআরসি বিরোধী প্রস্তাব। পাশাপাশি রাজ্যে ২০১০ সালের ফরম্যাটে এনপিআর চালু করার ব্যাপারে প্রস্তাব পাস করল রাজ্য সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ফুটপাথের খাবারের গুণমান নিয়ে সমীক্ষা পুরসভার, খাওয়ার আগে দেখে নিন সার্টিফিকেট


মঙ্গলবার বিহার বিধানসভায় ওই প্রস্তাব পেশ করেন স্পিকার বিজয় কুমার চৌধুরি। প্রস্তাব পেশ হওয়ার পরই বিনা বাধায় তা পাস হয়ে যায়। পাশাপাশি প্রস্তাবে বলা হয়েছে, বিহারে এনআরসি করার কোনও যুক্তি নেই। একইসঙ্গে এনপিআর করতে গেলে তা করতে হবে ২০১০ সালের ফরম্যাটে।


বিধানসভার কাজ শুরু হওয়ার পরই সরকারের বিরুদ্ধে সরব হন তেজস্বী যাদব। তাঁর দাবি এনপিআর নিয়ে রাজ্যের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন নীতীশ কুমার। তিনি আরও বলেন, এনআরসি ও এনপিআর দেশ ভাগ করার জন্যই আনা হয়েছে।


আরও পড়ুন-ধর্মীয় স্বাধীনতা রক্ষায় মোদীর কী ভূমিকা? সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বললেন...  


তেজস্বীর ওই মন্তব্যের পর বিধানসভা তুমুল হট্টগোল শুরু করে দেন সরকার পক্ষের বিধায়করা। তাঁদের দাবি, দেশের সংবিধান অবমাননার চেষ্টা করছেন দেশের বিরোধীরা। এটা চলতে পারে না। হইচইয়ের মধ্যে মিনিট ১৫ বন্ধ থাকে সভার কাজকর্ম।