আমেরিকায় ইভিএম থাকলে ট্রাম্প হারতেন? পিছিয়ে পড়তেই প্রশ্ন কংগ্রেস নেতার
বিহারে নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী কটাক্ষ করেছিলেন, ওটা ইভিএম নয়, এমভিএম।
নিজস্ব প্রতিবেদন: সকালে সামান্য এগিয়ে ছিল আরজেডি-কংগ্রেস মহাজোট। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পিছনে থেকে টেক্কা দেয় এনডিএ। ততক্ষণ পর্যন্ত সব কিছু ঠিকঠাক থাকলেও এনডিএ এগোতেই ফের ইভিএম-কে হ্যাকিংয়ের অভিযোগ তুললেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র উদিত রাজ। তাঁর প্রশ্ন, মহাকাশে উপগ্রহ নিয়ন্ত্রণ সম্ভব হলে ইভিএম নয় কেন?
উদিত রাজ টুইটারে প্রশ্ন করেছেন, চাঁদ বা মঙ্গলগ্রহে উপগ্রহের দিশা নিয়ন্ত্রণ করা সম্ভব। তাহালে ইভিএম নিয়ন্ত্রণ সম্ভব নয় কেন?
তাঁর কটাক্ষ, আমেরিকায় ইভিএম থাকলে ট্রাম্প হারতেন না?
পরে সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, কংগ্রেস জিতলেও ইভিএম তুলে দেওয়া উচিত। মঙ্গল বা চাঁদে উপগ্রহ নিয়ন্ত্রণ করা গেলে ইভিএম কেন নয়? হরিয়ানায় ভোটে কিছু ব্লুটুথ দিয়ে ইভিএম কারচুপি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছিল কয়েকটা ছেলে। বিহারের জন্য, সমস্ত নির্বাচনেই ইভিএম ব্যবহার করা উচিত নয়।
বিহারে নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী কটাক্ষ করেছিলেন, ওটা ইভিএম নয়, এমভিএম। মোদী ভোটিং মেশিন। আমরা মতাদর্শের বিরুদ্ধে লড়াই করছি। সেই মতাদর্শকে হারাতে হবে। তারপরই বিজেপির নিশানা করে রাহুলকে। বিজেপি সাংসদ গিরিরাজ সিং বলেছিলেন, ''পরাজয় স্বীকার করে নিয়েছেন কংগ্রেস নেতা।''
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য বলছে, ২৪৩টি আসনের মধ্যে বিহারে ১২৭টিতে এগিয়ে এনডিএ। মহাজোট এগিয়ে ১০৬টি আসনে।
আরও পড়ুন- Bihar Election Results 2020: ম্যাজিক ফিগার NDA-র, বৃহত্তম দল BJP: নির্বাচন কমিশন