নিজস্ব প্রতিবেদন: পাটলিপুত্র এবার কার দখলে? কিছুক্ষণের মধ্যেই তা স্পষ্ট হয়ে যাবে। সমস্ত বুথ ফেরত সমীক্ষাতেই এগিয়ে রয়েছে মহাজোট। তবে, ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিতও আছে। বিহার বিধানসভায় ২৪৩ আসন। ম্যাজিক ফিগার ১২২। অধিকাংশ সমীক্ষা, কংগ্রেস ও আরজেডির জোটকে ১১০ থেকে ১২০টির কাছাকাছি আসন দিয়েছে। অন্যদিকে, জেডিইউ-বিজেপিকে দিয়েছে ১০০ থেকে ১১০ আসন। প্রায় সমস্ত সমীক্ষাই বলছে, এলজেপি হাতে গোনা কয়েকটি আসন পেতে পারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে, রেজাল্টের পর এনডিএ-কে চিরাগ পাসোয়ানের হাত ধরতে হতে পারে। করোনা পরিস্থিতিতেও গতবারের মতোই এবারও প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে। বিহারের পর সামনের বছর বাংলায় বিধানসভা ভোট। বিহারের ভোটের প্রভাব বাংলায় কতটা পড়ে এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। বিহারে বাল্মিকীনগর লোকসভা আসনে উপ -নির্বাচনেরও আজ ভোটগণনা।


বিহার ভোটে বড় প্রশ্ন, বিজেপিকে সুবিধা করে দিতেই জোট ছেড়ে জেডিইউয়ের বিরুদ্ধে প্রার্থী এলজেপি-র? ষাট আসনে সংখ্যালঘু, ৫০ আসনে যাদব, ৪০ আসনে দলিত ভোট বড় ফ্যাক্টর। আরএলএসপি-বিএসপি-এমআইএমের জোটে, কি মহাজোটের ভোট ব্যাঙ্কে ফাটল? নির্বাচনে সুশাসন বনাম জঙ্গলরাজ, টোপি-টিকা ফ্যাক্টর, পাকিস্তান কার্ডের মতো ইস্যু কতদূর সফল হবে? ১০ লক্ষ চাকরির আশ্বাসে লালুপ্রসাদের অনুপস্থিতি, দলের অন্তর্কলহ সামলাতে পারল আরজেডি? তাকিয়ে দেশ।





কোভিডে কেন্দ্র ও রাজ্য সরকারের পদক্ষেপের ওপর কি কার্যত গণভোট? ঘরে ফেরা প্রায় আড়াই লক্ষ পরিযায়ী শ্রমিকের ভোট কোন দিকে? সুশান্ত সিং রাজপুত মৃত্যু রহস্যেই বা কী ভাবছেন ভোটাররা? বিধানসভা নির্বাচন কি কৃষি আইনের ওপরও গণভোট? হাথরস কাণ্ডে দলিত জনমানসে কী প্রভাব? উত্তরে দেবে বিহার।