নিজস্ব প্রতিবেদন: নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী বিহার বিধানসভা নির্বাচনে ভোটগণনা ৯০ শতাংশ শেষ হয়েছে। এখনও পর্যন্ত এনডিএ এগিয়ে রয়েছে ১২৩ আসনে। মহাজোট দাঁড়িয়ে ১১৩-তে।  এরকম এক উত্তেজক পরিস্থিতিতে নীতীশ কুমারের বিরুদ্ধে ভোট গণনায় প্রভাব খাটানোর অভিযাগ আনল আরজেডি ও কংগ্রেস। এনিয়ে দরবার করতে নির্বাচন কমিশনের অফিসে গেল তাদের প্রতিনিধিদল।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কংগ্রেস নেতা অখিলেশ সিং সংবাদমধ্যমে বলেন, গণনায় ব্যাপক গোলমাল রয়েছে। নির্বাচন কমিশনের কাছে আমরা এর বিচার চাই। এদিকে, মহাজোট ১১৯ আসন পেয়েছে বলে একটি তালিকাও প্রকাশ করেছে আরজেডি।



নির্বাচনে সিপিএম ভালো ভোট পেয়েছে বলে দাবি করলেন সীতারাম ইয়েচুরি। সংবাদমাধ্যমে তিনি বলেন, বিহারে আমাদের স্ট্রাইক রেট ৮০ শতাংশ। বেশি আসন পেলে আমরা মহাজোটের পাশে দাঁড়াতে পারতাম। 



অন্যদিকে, দলের ভালো ফলে খুশি মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসি। তেলঙ্গানায় তাঁর বাড়ির সামনে উত্সব শুরু করে দিয়েছে সমর্থরা। মিম প্রধান বলেন, বিহারের মানুষ আমাদের সম্মানিত করেছে। আমাদের কাছে এটি বড় পাওনা। যা পতিশ্রুতি দিয়েছিলাম তা মেটানোর চেষ্টা করব।