নিজস্ব প্রতিবেদন: আরজেডি কর্মীদের দাবি সন্ধে নামলেই লন্ঠন জ্বলে ওঠে।  বিহার বিধানসভা নির্বাচনের গণনা যত এগোচ্ছে এনডিএর সঙ্গে মহাজোটের ব্যবধান ততই কমছে। এখনওপর্যন্ত পাওয়া প্রবণতা অনুয়ায়ী বিহারে ১২০ আসনে এগিয়ে এনডিএ, ১১৬ আসনে মহাজোট। অন্যান্যরা ৮ আসনে এগিয়ে রয়েছে। ফলে সন্ধে যত গড়াচ্ছে লন্ঠনের তেজ ততই বাড়ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-অবশেষে শান্তি আর্মেনিয়া ও আজারবাইজান যুদ্ধক্ষেত্রে


সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত বিজেপি একাই এগিয়ে ৭৩ আসনে, ২০ আসনে কংগ্রেস, ৩৯ আসনে জেডিইউ, ৭৭ আসনে আরজেডি, ভিআইপি ৫ আসনে। এখনও পর্যন্ত ২.৭ কোটি ভোট গণনা শেষ হয়েছে। অধিকাংশ আসনে জয়-পরাজয়ের মার্জিন খুবই কম।


এখনও পর্যন্ত বিহারে বিজেপি জয়ী হয়েছে ৬ আসনে।


কংগ্রেস জিতেছে ২ আসনে।


জেডিইউ ৩ আসনে।


আরজেডি ৬ আসনে।


ভিআইপি ১ আসনে।


মিম ১ আসনে।


কোন আসনে জিতলেন কোন প্রার্থী


আলিনগর থেকে জয়ী হলেন ভিআইপি-র প্রার্থী মিসরি লাল। পরাজিত আরজেডির বিনোদ মিশ্র।


ঔরঙ্গাবাদ থেকে জয়ী কংগ্রেসের আনন্দশঙ্কর সিং। পরাজিত বিজেপির রণধীর সিং।


বাথানহা থেকে জয়ী বিজেপির অনিল কুমার। পরাজিত কংগ্রেসের সঞ্জয় রাম।


ছাপাড়িয়া থেকে জয়ী বিজেপপির উমাকান্ত সিং। পরাজিত অভিষেক রঞ্জন।


দ্বারভাঙ্গা থেকে জয়ী বিজেপির সঞ্জয় সারোগ। পরাজিত আরজেডির অমরনাথ গামি।


দ্বারভাঙ্গ রুরাল থেকে জয়ী আরজেডির ললিত কুমার যাদব। পরাজিত জেডিইউয়ের ফারাজ ফাতমি।


হাজিপুর থেকে জয়ী বিজেপির অবধেশ সিং। পরাজিত আরজেডির দেবকুমার চৌরাশিয়া।


হায়াঘাট থেকে জয়ী বিজেপির রামচন্দ্র প্রসাদ। পরাজিত আরজেডির ভোলা যাদব।


জালে থেকে জয়ী বিজেপির জীবেশ কুমার। পরাজিত কংগ্রেসের মাকসুর উসমানি।


কুশেশ্বরস্থান থেকে জয়ী জেডিইউয়ের শশীভূষণ হাজারি। পরাজিত কংগ্রেসের অশোক কুমার।


পারসা থেকে জয়ী আরজেডির ছোটে লাল রায়। পরাজিত জেডিইউয়ের চন্দ্রিকা রাই।


রামগড় থেকে জয়ী আরজেডির সুধাকর সিং। মাত্র ১৮৯ ভোটে পরাজিত বিএসপির অম্বিকা সিং।


রানিসাইদপুরে জয়ী জেডিইউয়ের পঙ্কজ কুমার মিশ্র। পরাজিত আরজেডির মঙ্গিতা দেবী।


সাহেবপুর কমল থেকে জয়ী আরজেডির সদানন্দ সম্বুদ্ধ। পরাজিত জেডিইউয়ের কুমার শশী।


সাকরা আসন থেকে জয়ী জেডিইউয়ের প্রার্থী অশোক কুমার চৌধুরি। পরাজিত কংগ্রেসের উমেশ কুমার রাম।


হাসানপুরে জয়ী তেজপ্রতাপ যাদব


ইমামগঞ্জ থেকে জয়ী জিতন রাম মাঝি।


আইয়াগন থেকে জয়ী মনোজ মঞ্জিল।


অমরপুর থেকে জয়ী জেডিইউয়ের জয়ন্ত রাজ।


বাবুবারাই থেকে জয়ী জেডিইউয়ের মীনা কুমারী।


বাহাদুরপুর থেকে জয়ী জেডিইউয়ের মদন সাইনি।