জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বহুদিন ধরেই বিরোধীরা জাতিভিত্তিক জনগণনা করার দাবি জানিয়ে আসছিল। সেই জাতিভিত্তিক জনগণনার রিপোর্ট এবার প্রকাশ্যে চলে এল বিহারে। লোকসভা নির্বাচনের আগে সেই রিপোর্টে বেরিয়ে এল চমকপ্রদ তথ্য। নীতীশ কুমারের রাজ্যে অতি পিছিয়েপড়া শ্রেণির মধ্যে পড়েছেন ৩৬ শতাংশ মানুষ, পিছিয়েপড়া শ্রেণির মধ্যে রয়েছেন ২৭.১ শতাংশ। সবেমিলিয়ে রাজ্যে পিছিয়েপড়া মানুষ রয়েছে ৬৩.১ শতাংশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-পুলিসের মাইকিংয়ে রাজঘাট ছাড়ল তৃণমূল; ভয়ে পালিয়েছে, পাল্টা শুভেন্দুর


রাজ্যের জাতিভিত্তিক জনগণনায় দেখা যাচ্ছে বিহারের ১৩ কোটি ১০ লাখ মানুষের মধ্যে তপসিলি জাতির মানুষ রয়েছেন ১৯.৭ শতাংশ মানুষ। এছাড়াও তপসিলি উপজাতিভূক্ত মানুষ রাজ্যের ১.৭ শতাংশ। রাজ্যে জেনালের ক্যাটিগোরির মানুষ মাত্র ১৬ শতাংশ। রাজ্যে ভূমিহারের হার ২.৮৬ শতাংশ, ব্রাহ্মণ ৩.৬৬ শতাংশ, মুখ্যমন্ত্রী জাতি কুড়মিরা রয়েছেন ২.৮৭ শতাংশ।  


লালু প্রসাদ যাদবের যাদব সম্প্রদায়ের মানুষ রায়ছেন ১৪.২৭ শতাংশ। যাদবরা সবাই ওবিসি ক্যাটিগোরিতে পড়েছেন। ওয়াকিবহাল মহলের অনুমান, বিহারের এই জাতিভিত্তিক রিপোর্ট বহু রাজনৈতিক ইস্যুর জন্ম দেবে। আপাতত বিহারের ওবিসিদের জন্য ২৭ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। এবার সেই সংরক্ষণের সীমা বাড়ানোর দাবি উঠতে পারে। রাজ্যের তিনভাগের ২ ভাগ মানুষই যেখানে ওবিসি শ্রেণিভূক্ত সেখানে রাজ্যনৈতিক জনপ্রতিনিধিত্বেও জাতপাত ভিত্তিক কোটার দাবি উঠতে পারে।


জাতিভিত্তিক জনগণনার রিপোর্ট নিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সংবাদমাধ্যমে বলেন, গান্ধী জয়ন্তীতে জাতিভিত্তিক জনগণনার রিপোর্ট সামনে এসে গেল। খুব শীঘ্রই রাজ্যের ৯টি দলকে বৈঠকে ডাকা হবে। জাতিভিত্তিক জনগণনার রিপোর্ট নিয়ে আলোচনা হবে। ওই রিপোর্ট নিয়ে সরব রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবও। সংবাদমাধ্যমে তিনি বলেন, বিজেপির ষড়যন্ত্র, আইনি জটিলতা সত্বেও বিহার সরকার জাতিভিত্তিক জনগণনার রিপোর্ট প্রকাশ করেছে।


উল্লেখ্য, এবচৎ আগস্ট মাসে জাতিভিত্তিক জনগণনা শেষ করে বিহার সরকার। সেইসময় নীতীশ কুমার মন্তব্য করেন, এই ধরনের জনগণনা মানুষের জন্য় ভালো হবে। সমাজের বঞ্চিত অংশের মানুষের দিকে আলাদাভাবে নজর দিতে জাতপাতভিত্তিক জনগণনবা কাজে আসবে। আশাকরি অন্যান্য রাজ্যও এরকম জনগণনা করবে। প্রসঙ্গত, বিহারে ভোটের রাজনীতিতে জোরাল ভাবে কাজ করে জাতপাতের অঙ্ক। এখন যেখানে রাজ্যের ৬০ শতাংশের বেশি মানুষ পিছিয়েপড়া গোষ্ঠীর সেখানে উচ্চবর্ণের মানুষদের দাপটে ধাক্কা লাগবে বলেই মনে করেছে বিভিন্ন মহল।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)