নিজস্ব প্রতিবেদন: কোথাও আশি নট আউট, কোথাও সেঞ্চুরি! পেঁয়াজের এমন ব্যাটিং দেখে নাভিশ্বাস উঠছে আমজনতার। বাগে আনতে সরকার পেঁয়াজ রফতানি বন্ধ করেছে। তাতে ফল কিছুই হয়নি। উল্টে ঝাঁঝ আরও বেড়েছে পেঁয়াজের। এমতাবস্থায় প্রতিবাদ জানাতে পেঁয়াজের মালা পড়ে বিধানসভায় হাজির হলেন বিধায়ক। বললেন, “বাজার থেকে ১০০ টাকা কেজি পেঁয়াজ কিনে এনেছি।” এমন কাণ্ড ঘটালেন বিহার বিধানসভায় বিরোধী আরজেডি বিধায়ক শিবচন্দ্র রাম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পেঁয়াজের দাম বাড়ায় বুধবার বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখান আরজেডি-র বিধায়করা। পেঁয়াজের মালা পরে রাজা পাকরের বিধায়ক শিবচন্দ্র রামের অভিযোগ, এর আগে ৫০ টাকা কেজি পেঁয়াজ ছিল। যা কোথাও ৮০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে। বাজারে গিয়ে ১০০ টাকা কেজি পেঁয়াজ কিনে নিয়ে এসেছি।



আরও পড়ুন- দেশে ঘুষ নেওয়ার প্রবণতা কমেছে ১০ শতাংশ, বলছে সমীক্ষা, সেই তালিকায় বাংলা আছে?


নীতীশ কুমার সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিধায়ক বলেন, বলা হয়েছিল কেজি প্রতি ৩৫ টাকার নীচে পেঁয়াজ মিলবে। কিন্তু রাজ্যের এমন নজির কোথাও নেই। তাঁর উল্টে দাবি, গরিবদের ১০ টাকা কেজি পেঁয়াজ দেওয়া উচিত। উল্লেখ্য, শুধু বিহার নয় পশ্চিমবঙ্গে দৃশ্য কার্যত একই। একশো টাকা কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে কলকাতার বাজারেও। যা নিয়ে রাজনৈতিক তরজা চলছে বিস্তর।