ওয়েব ডেস্ক: বিহারে বিষাক্ত চা খেয়ে মৃত্যু হল ৩ জনের। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন এক শিশু। শুক্রবার বিহারের সারণ জেলার ডেরনি থানা এলাকার ঘটনা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - বিয়ের ক'দিনের মধ্যে এ কী হাল হল অনুষ্কার!


পুলিশ সূত্রে জানা গিয়েছে ডেরনি থানা এলাকার খিরকিয়া গ্রামের যোগেন্দ্র রায়ের স্ত্রী রামকলিয়া দেবী চা বানিয়েছিলেন। চা বানানোর সময় ভুল করে চা-পাতার বদলে সেখানে রাখা কীটনাশক ঢেলে দেন তিনি। সেই চা খেয়ে একে একে অসুস্থ হয়ে পড়তে থাকেন পরিবারের সদস্যরা। দ্রুত তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় ৩ জনের।


আরও পড়ুন - হাইকোর্টের নজরদারিতে ১৫ জানুয়ারি থেকে মিছিল বিজেপির


স্থানীয় থানার ওসি জানিয়েছেন, মৃতরা হলেন রামকলিয়া দেবী (৬৫), তাঁর প্রতিবেশী ছঠিয়া দেবী (৬০) ও রামকলিয়া দেবীর নাতি অঙ্কুর কুমার। চা খেয়ে ১২ বছরের এক কিশোরও অসুস্থ হয়ে পড়ে। তাঁকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিত্সার পর পটনায় স্থানান্তিত করা হয়েছে।