ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েই একের পর এক পদক্ষেপ। অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরি করা থেকে কসাইখানা বন্ধের নির্দেশ। আবার কখনও না জানিয়েই থানায় গিয়ে হাজির। উত্তরপ্রদেশকে অপরাধহীন রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করাই নাকি এখন প্রথম লক্ষ্য যোগী আদিত্যনাথের। রাজ্য স্তরের থেকে জাতীয় স্তরের সংবাদমাধ্যমে এখন আলোচনার মানুষ একজনই। তিনি যোগী আদিত্যনাথ। আর এবার তাঁর উদ্দেশ্যেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন এক বিধায়ক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যিনি চ্যালেঞ্জ ছুঁড়লেন, তিনি যে সে মানুষ নন। বিহারের উপ-মুখ্যমন্ত্রী তথা লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব।


আরও পড়ুন- বেজায় চটেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ!


কিন্তু কী সেই চ্যালেঞ্জ?


তেজস্বীর বক্তব্য, ''অনেক তো হল অ্যান্টি রোমিও স্কোয়াড, কসাইখানা বন্ধ বা থানায় অভিযান। এবার সাহস থাকলে উত্তরপ্রদেশে মদ ব্যবহার বন্ধ করে দেখান। শুধু তাই নয়, প্রয়োজনে 'অ্যান্টি দাড়়ু স্কোয়াড'(মদ কে হিন্দি ভাষায় দাড়ু বলা হয়)-ও বানাতে হবে।''



তিনি বলেন, ''মদ মানুষের শরীরে সবথেকে বেশি ক্ষতি করে। আর তাই দায়িত্ব নেওয়ার পরই বিহারে বন্ধ করে দেওয়া হয়েছে মদের দোকান। তাই যোগী আদিত্যনাথ যোদি সত্‍ মানুষ হন, তাহলে গোটা উত্তরপ্রদেশেজুড়়ে যেন অবিলম্বে মদের ব্যবহার বন্ধ করে দেওয়া হয়।''