ওয়েব ডেস্ক : চণ্ডীগড় অনুসরণকাণ্ডে গ্রেফতার করা হল বিজেপি নেতা সুভাষ বারালার ছেলে বিকাশ বারালাকে। ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে পাওয়ার পর আজ বেলা ১১টা নাগাদ তাকে ডেকে পাঠানো হয় চণ্ডীগড়ের সেক্টর ২৬ পুলিস স্টেশনে। বেশকিছু সময় জেরা করার পরই তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয় পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বর্ণিকা কুণ্ডুর পিছু ধাওয়া করার করার ঘটনার তদন্তে অভিযুক্ত বিকাশ প্রথম থেকেই নিজেকে নির্দোষ বলে দাবি করেছে। যদিও, এই ঘটনার যে ৫টি ক্যামেরার সিসিটিভি ফুটেজ পুলিসের হাতে এসেছে, তার প্রতিটিতেই দেখা যাচ্ছে ওই রাতে বর্ণিকা কুণ্ডুর পিছনে বিকাশই ধাওয়া করেছিলেন।


আরও পড়ুন- চণ্ডীগড় অনুসরণকাণ্ড: পুলিসকে রক্ত ও মূত্রের নমুনা দিতে অস্বীকার আইনের ছাত্র বিকাশের


আজ সকালে চণ্ডীগড় পুলিসের তরফে জানানো হয়, আইনের ছাত্র হওয়ার পরও অভিযুক্ত বিকাশ তদন্তকারী আধিকারিকদের সঙ্গে সহযোগিতা করছেন না। এমনকী, চিকিৎসককে তাঁর রক্ত ও মূত্রের নমুনা দিতেও অস্বীকার করেছেন তিনি। এদিকে, গত শুক্রবারের এই ঘটনায় বিকাশের গ্রেফতারিকে একটি ছোট্ট পদক্ষেপমাত্র বলে দাবি করেছেন বর্ণিকার বাবা।