নিজস্ব প্রতিনিধি : বাইক নিয়ে সিংহ পরিবারের পিছনে ধাওয়া করলেন ৪ জন। একটি সিংহ, তার সঙ্গীনি এবং সিংহশাবকগুলির পিছনে এমন আচমকা বাইক ছুটিয়ে তাড়া কারার ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার ফেসবুকে পোস্ট করা হয় সিংহের পিছু নিয়ে বাইক আরোহীর এমন ধাওয়া করার দৃশ্য। এরপরই হু হু করে ছড়িয়ে পড়ে সেটি। ভিডিও-তে দেখতে পাওয়া সিংহগুলি‘এশিয়াটিক লায়ন’প্রজাতির হওয়ায় বিষয়টি নিয়ে বিশেষভাবে তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। শুধু তাই নয়, ওই ভিডিওটি কে বা কারা ফেসবুকে আপলোড করেছেন, সে বিষয়েও খোঁজ খবর নেওয়া হচ্ছে।  


উল্লেখ্য, পশ্চিম গুজরাটের গির অরণ্যে এখনও দেখা পাওয়া যায় এশিয়ার সিংহের। এই প্রজাতি আফ্রিকার সিংহের তুলনায় আলাদা। ‘এশিয়াটিক লায়ন’ দেখতেই গির-এ ভিড় জমান দেশ, বিদেশের পর্যটকরা। ফলে এমন দুর্লভ বণ্যপ্রাণকে তাড়া করার ভিডিও রাতের ঘুম কেড়ে নিয়েছে বনকর্তাদের।



ছবি - ইউটিউব 


এদিকে পশ্চিম গুজরাটের গির-এই এখনও দেখা পাওয়া যায় এশিয়ার সিংহের।  যা আফ্রিকার সিংহের তুলনায় আলাদা। আর সেই কারণেই ওই ‘এশিয়াটিক লায়ন’ দেখাতেই গির-এ ভিড় জমান দেশ, বিদেশের পর্যটকরা।