Tripura: কেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন বিপ্লব দেব? সামনে এল আসল কারণ
হঠাৎ ইস্তফা নিয়ে মুখ খুললেন বিপ্লব দেব (Biplab Kumar Deb) এবং কেন্দ্রীয় মন্ত্রী তথা ত্রিপুরার পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব
নিজস্ব প্রতিবেদন: সিদ্ধান্ত হয়ে গিয়েছিল শুক্রবারই। সেই মতো শনিবার, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বিপ্লব দেব (Biplab Kumar Deb)। ত্রিপুরার নয়া মুখ্যমন্ত্রী হলেন মানিক সাহা (Manik Saha)।
কয়েক মাস পরেই ত্রিপুরায় বিধানসভা ভোট। ইতিমধ্য়ে সেখানে সংগঠন মজবুত করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। তার আগে, বিপ্লবের ইস্তফাকে বিজেপির (BJP) মাস্টারস্ট্রোক বলে মনে করছে রাজনৈতিক মহল। শনিবার দুপুরে কেন্দ্রীয় মন্ত্রী তথা ত্রিপুরার পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবকে নিয়ে রাজভবনে যান বিপ্লব দেব (Biplab Kumar Deb)। এরপর রাজভবনের বাইরে এসে হঠাৎ ইস্তফার কারণ জানান তাঁরা।
ভূপেন্দ্র যাদব বলেন, "গত চার বছরে বিপ্লব দেবের নেতৃত্বে ত্রিপুরায় সুশাসন প্রতিষ্ঠত হয়েছে। সরকারে আসার আগে সংগঠনে এবং সরকারে এসে শাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বিপ্লব দেব। দলের সংগঠনে ফের একবার গুরুত্ব দিয়ে কাজের জন্য বিপ্লব দেব মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। উনি এবার দলের সংগঠনে আগের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।"
বিপ্লব দেব (Biplab Kumar Deb) বলেন, "২০২৩-এ ভোট রয়েছে। দল চাইছে সংগঠনে আমাকে কাজে লাগাতে। স্বাভাবিক ভাবে সংগঠন থাকলে, সরকার থাকবে। তাই ২০২৩-এর জন্য সংগঠনে কাজ করতে হবে।"