Nuh Clash: পুলিসের জালে নুহ হিংসায় অন্যতম অভিযুক্ত বিট্টু বজরঙ্গি, ভাইরাল হল ভিডিয়ো
Nuh Clash: গত মাসে নুহতে একটি কাওয়াড় যাত্রার আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ। রটে যায় সেই যাত্রায় অংশ নেবে বিট্টু বজরঙ্গি ও মনু মানেসর। এনিয়েই উত্তেজনার সূত্রপাত
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হরিয়ানায় নুহ, গুরুগ্রাম ও রাজ্যের অন্যান্য জায়গায় অশান্তিতে জড়িত বিট্টু বজরঙ্গিকে গ্রেফতার করল পুলিস। জল যাত্রাকে কেন্দ্র করে শুরু হওয়া অশান্তিতে স্বঘোষিত গোরক্ষক বিট্টু বজরঙ্গি ও মনু মানেসরের প্ররোচনা ছিল বলে অভিযোগ পুলিসের। নুহ ও সন্নিহিত এলাকায় অশান্তি ছড়িয়ে পড়ার প্রায় ২০ দিন পর তাকে ফরিদাবাদে তার বাড়ির কাছের একটি জায়গা থেকে নাটকীয় কায়দায় গ্রেফতার করে পুলিস। বিট্টু ও মনু মানেসর দুজনেই বজরং দলের সদস্য।
আরও পড়ুন-স্বপ্নদীপের মৃত্যুর পেছনে র্যাগিং! প্রাথমিক তদন্তে মিলল গুরুত্বপূর্ণ তথ্য
গো রক্ষক বিট্টুর বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল। ফরিদাবাদে বিট্টুর বাড়ির কাছের একটি জায়গা থেকে বিট্টুকে তাড়া করে ধরে ফেলে পুলিস। সিসিটিভি ফুটেজে তা ধরা পড়েছে। তার বিরুদ্ধে দাঙ্গা করা, দাঙ্গা প্ররোচনা দেওয়া, সরকারি কাজে বাধা দেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে। বিট্টুর সঙ্গীসাথীদেরও ধরার চেষ্টা চালাচ্ছে পুলিস। সোশ্যাল মিডিয়াতেও নজর রেখে চলেছে পুলিস।
ফরিদাবাদের ডাবুয়া মার্কেট ও গাজিপুরে ফল ব্যবসায়ী হিসেবে জীবন শুরু করে বিট্টু বজরঙ্গী ওরফে রাজ কুমার। পরে গো রক্ষার নামে তোলাবাজি শুরু করে। গত তিন বছরে ধরে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ছিল পুলিসের কাছে। গত কয়েক মাসে একাধিকবার তার বিরুদ্ধে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগ ওঠে। গোরক্ষার নামে একটি চক্র চালাতো বিচ্টু। গোরক্ষা বজরং ফোর্স নামে তার একটি সংগ্ঠনও রয়েছে। সেই সংগঠনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
গত মাসে নুহতে একটি কাওয়াড় যাত্রার আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ। রটে যায় সেই যাত্রায় অংশ নেবে বিট্টু বজরঙ্গি ও মনু মানেসর। এনিয়েই উত্তেজনার সূত্রপাত। নুহ-র বিধায়ক চৌধুরী আফতাব সংবাদমাধ্যমে বলেন, যাত্রায় মনু মানেসর ও বিট্টু বজরঙ্গি অংশ নেবে এই খবর রটে যাওয়ার পরই পরিস্থিতি উত্তেজক হয়ে ওঠে। তা থেকেই সংঘর্ষ।
গত মাসে ওই অশান্তিতে এখনওপর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭০ জন। পরিস্থিতি এমনই হয়ে দাঁড়ায় যে অশান্তি নুহ থেকে গুরুগ্রাম এমনকি তা বুলন্দশহর পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।