নিজস্ব প্রতিবেদন : প্রথমে সেভাবে মাথা না ঘামালেও, তাজমহল বিতর্কে এবার নড়ে চড়ে বসল বিজেপি। তাজমহল নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য এবার বিধায়ক সঙ্গীত সোমের কৈফিয়ত তলব করা হল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"তাজমহল অত্যাচারীদের হাতে তৈরি। ভারতীয় সংস্কৃতির কলঙ্ক। অবলিম্বে তাকে ইতিহাসের পাতা থেকে বাদ দেওয়া উচিত", সঙ্গীত সোমের এই মন্তব্যের পরই সমালোচনার ঝড় ওঠে।


এই ঘটনায় বিজেপি প্রথমে চুপচাপই ছিল। বিজেপির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, তাজমহল নিয়ে মন্তব্য একান্তভাবেই সঙ্গীত সোমের ব্যক্তিগত। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। কিন্তু বিরোধীদের প্রবল সমালোচনার মুখে পরিস্থিতি সামাল দিতে মুখ খোলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বলেন, "তাজমহল তৈরি করেছেন ভারতমাতার সন্তানরা। তাজমহল দেশের গর্ব।"


সূত্রের খবর, তাজমহল নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য বিধায়ক সঙ্গীত সোমের কাছ থেকে এবার জবাব তলব করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি উত্তরপ্রদেশ রাজ্য বিজেপির মুখপাত্র চন্দ্র মোহনও বলেন, সঙ্গীত সোমের মন্তব্যের সঙ্গে সহমত নয় দল।


আরও পড়ুন, ব্যাপক ছাড়েও ক্রেতা নেই, ধনতেরাসে সোনার বিক্রি পড়ল ৩০ শতাংশ