নিজস্ব প্রতিবেদন: শশী থারুরের 'হিন্দু রাষ্ট্র' মন্তব্যের সমালোচনায় বিজেপি। দলীয় মুখপাত্র সম্বিত্ পাত্র বলেন, পাকিস্তানের সঙ্গে তুলনা করে গণতন্ত্রের অপমান করেছে কংগ্রেস। ওরা দেশকে নিয়ে কখনই ভাল কিছু বলেনি। আরও একধাপ এগিয়ে থারুরকে পাকিস্তানে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। থারুরের পাল্টা জবাব, ''হিন্দু রাষ্ট্রের নীতির সমর্থন না করলে প্রকাশ্যে তা জানাক বিজেপি।'' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তিরুবনন্তপুরমে 'ভারতীয় গণতন্ত্রের বিপদ ও ধর্মনিরপেক্ষতা' শীর্ষক অনুষ্ঠানে শশী থারুর বলেন,''২০১৯ সালে বিজেপি লোকসভা নির্বাচনে জিতলে ভারতীয় সংবিধান সুরক্ষিত থাকবে না। ওরা নতুন সংবিধান লিখতে চলেছে। আর ওই নতুন সংবিধানে থাকবে হিন্দু রাষ্ট্রের নীতি। সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়া হবে। তৈরি হবে হিন্দু পাকিস্তান। এজন্য স্বাধীনতার লড়াইয়ে সংগ্রামে অংশ নেননি মহাত্মা গান্ধী, নেহরু, সর্দার পটেল, মৌলানা আজাদের মতো স্বাধীনতা সংগ্রামীরা।'' শশীর এই মন্তব্য থেকে দূরত্ব বজায় রেখেছে কংগ্রেস। তাদের দাবি, ব্যক্তিগতভাবে ওই মন্তব্য করেছেন দলের সাংসদ। 


তবে থারুরকে সহজে ছাড়ার পাত্র নয় বিজেপি। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এমন মন্তব্যকে হাতিয়ার করে ফের 'নরম হিন্দুত্বে'র খেলায় নেমে পড়েছে তারা। সুব্রহ্মণ্যম স্বামীর খোঁচা, ''মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন শশী থারুর। ওঁর পাকিস্তান চলে যাওয়া উচিত। হিন্দুরা একনায়কত্ব চালায় না।'' শশী থারুরের সঙ্গে পাক সাংবাদিক মেহর তারারের সম্পর্ক জল্পনা চলেছিল। সেই প্রসঙ্গ তুলে স্বামী বলেন, ''যে মহিলার জন্য আঘাত পেয়েছিলেন শশীর স্ত্রী সুনন্দা, তিনি পাকিস্তানি। তাহলে পাকিস্তানে যেতে ওঁর আপত্তি কোথায়? কংগ্রেসের সঙ্গে নেই মুসলিমরা। রাহুল গান্ধীকে জবাব দিতে হবে।'' স্বামী আরও বলেন, ''দেশের সুনাম বাড়াতে গোটা দুনিয়া ঘুরে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁরা কী বলবেন? সংসদের একজন সদস্য বলছেন, হিন্দু পাকিস্তান। এটা দেশের পক্ষে কতটা ভয়ানক! এখন কংগ্রেস বলছে, এটা তাদের দলের বক্তব্য নয়।''        



গোটা ঘটনায় রাহুল গান্ধীকে নিশানা করেছেন বিজেপির মুখপাত্র সম্বিত্ পাত্র। তাঁর কথায়, লজ্জাজনক! ভারত ও হিন্দুদের অপমান করতে কোনও সুযোগ ছাড়ছে না কংগ্রেস। হিন্দু সন্ত্রাসবাদী থেকে হিন্দু পাকিস্তান- কংগ্রেসের পাক তোষণ নীতির কোনও তুলনা নেই। শশী থারুরের মন্তব্যের জন্য রাহুল গান্ধীর ক্ষমাপ্রার্থনাও দাবি করেছেন বিজেপির মুখপাত্র। 



সমালোচনার মুখেও নিজের বক্তব্য থেকে এক চুল নড়েননি শশী থারুর। তাঁর প্রশ্ন, ''হিন্দু রাষ্ট্রে বিশ্বাস না থাকলে তা প্রকাশ্যে বলুক  বিজেপি।''  




আরও পড়ুন- ব্যভিচারে পুরুষের সঙ্গে মহিলাকে দোষী মানতে নারাজ কেন্দ্র