নিজস্ব প্রতিবেদন: গোবলয়ে গোমাংস নিষেধাজ্ঞার পক্ষে সওয়াল করছে বিজেপি। তবে উত্তর-পূর্বের মেঘালয়ে সেই অবস্থান বদল করল তারা। বিজেপি জানাল, আগামী বছর ভোটের আগে রাজনীতির জন্য কংগ্রেস মানুষকে বিভ্রান্ত করছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মেঘালয়ের রাজ্য বিজেপি সভাপতি সিবুন লিংডো জানিয়েছেন, রাজ্যে গোমাংস নিষিদ্ধ করেনি কেন্দ্র। ২৩ মে-র নির্দেশিকায় পশুদের কেনাবেচা সংক্রান্ত বিধি রয়েছে। বিক্রির জন্য পশুদের বাজারে আনা নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। তিনি আরও বলেন, "আমরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি, উত্তর-পূর্বের রাজ্যগুলিতে গোমাংস নিষিদ্ধ করা হবে না। এটি সম্পূর্ণ রাজ্যের বিষয়।"  


এরইসঙ্গে তিনি যোগ করেছেন,'' গোহত্যা অর্থনীতির পক্ষে ভাল নয়। সংবিধানও সায় দেয় না।'' লিংডোর দাবি, বিজেপির সঙ্গে রাজনৈতিকভাবে মোকাবিলা করার জন্য কংগ্রেসের হাতে কোনও ইস্যু নেই। মুখ্যমন্ত্রী মুকুল সাংমা মেঘালয়বাসীকে বিভ্রান্ত করছেন। বিরোধীদের খোঁচা, বিজেপি এক দেশে দুই নীতি নিয়ে চলছে। ক্রমশই তাদের আসল চেহারা সামনে আসছে।  


আরও পড়ুন,  অনলাইনে ট্রেনের টিকিট বাতিলের নিয়ম জেনে নিন