নাম বদলাল গুয়াহাটির অধিকাংশ বড় রাস্তার
`রাস্তার নাম পাল্টায় একদিন/ধারা পাল্টায়...` লিখেছিলেন কবীর সুমন। সেই `একদিন` এসে গেল গুয়াহাটির জন্য, বদলে গেল প্রায় সবকটি বড় রাস্তার নাম। আসমের বিজেপি সরকারের উদ্যোগে এবার নতুন নামকরণ হচ্ছে এতকাল ধরে `ঔপনিবেশিক নামধারী` ওইসব রাস্তার, এমনটাই জানিয়েছেন অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। `জাতীয়তাবাদে দিক্ষীত` বিজেপির নেতৃত্বাধীন সরকারের রাস্তার নাম বদলের পদক্ষেপকে `বৈদেশিক চিহ্ন` মুছে দেওয়ার প্রচেষ্টা হিসাবেই দেখছে রাজনৈতিক মহলের একাংশ। এবার এক নজরে দেখে নিন, কোন রাস্তার নাম কী হতে চলেছে-
ওয়েব ডেস্ক: "রাস্তার নাম পাল্টায় একদিন/ধারা পাল্টায়..." লিখেছিলেন কবীর সুমন। সেই 'একদিন' এসে গেল গুয়াহাটির জন্য, বদলে গেল প্রায় সবকটি বড় রাস্তার নাম। আসমের বিজেপি সরকারের উদ্যোগে এবার নতুন নামকরণ হচ্ছে এতকাল ধরে 'ঔপনিবেশিক নামধারী' ওইসব রাস্তার, এমনটাই জানিয়েছেন অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। 'জাতীয়তাবাদে দিক্ষীত' বিজেপির নেতৃত্বাধীন সরকারের রাস্তার নাম বদলের পদক্ষেপকে 'বৈদেশিক চিহ্ন' মুছে দেওয়ার প্রচেষ্টা হিসাবেই দেখছে রাজনৈতিক মহলের একাংশ। এবার এক নজরে দেখে নিন, কোন রাস্তার নাম কী হতে চলেছে-
পুরানো নাম নতুন নাম
GS Road Mahapurush Srimanta Sankerdev Path
AT Road Mahapurush Damodardev Path
VIP Road Mahapurush Madhabdev Path
Ganesh Mandir to NH Via Hatigaon Mahapurush Haridev Path
Guwahati Club Circle Lakshminath Bezbaruah Chowk
Ganesh Mandir via Kahilipara to Lal Ganesh Pandit Deendayal Upadhyai Road
Kharguli-Noonmati Road Dr Bhupen Hazarika Road
Hengerabari-Chachal Road Khagen Mahanta Road
Beltola-Khanapara Road Peer Azan Fakir Road
আরও পড়ুন- সেনাকে সাহায্য করতে জম্মু-কাশ্মীরের পথে হাজার সাধু