নিজস্ব প্রতিবেদন: বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক বাংলাময়! দলের রাজনৈতিক প্রস্তাবেও একমাত্র রাজ্য হিসেবে ঠাঁই পেল পশ্চিমবঙ্গ। সেখানে থাকল বাংলায় ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ। আইনি লড়াইয়ের হুঁশিয়ারিও দিলেন বিজেপি কেন্দ্রীয় নেতারা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সামনেই উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, এই ৫ রাজ্যের ভোটের রণকৌশলই আলোচ্য হবে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে। এনিয়ে আলোচনা হলেও আলাদা করে গুরুত্ব পেল বাংলা। যা তাৎপর্যপূর্ণও! কেবল বাংলা নিয়েই রাজনৈতিক প্রস্তাব পেশ করা হল বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে। 'বাংলা হিংসা' শীর্ষক প্রস্তাবে বলা হয়েছে,''পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে তৃণমূলের হিংসার রাজনীতি সত্ত্বেও বিজেপি বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ভোটে জেতার পর বদলার মানসিকতা নিয়ে চলেছে তৃণমূল সরকার। বিজেপির নির্দোষ কর্মীদের হত্যা, ঘর-দোকান লুঠ, মহিলাদের হেনস্থা, মারধর ও ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের সংস্কৃতি লজ্জিত হয়নি বরং কালিমালিপ্ত হয়েছে মানবিকতা। হত কর্মীদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছে বিজেপির জাতীয় কর্মসমিতি। আমরা অপরাধীদের শাস্তি দিয়েই ছাড়ব।''              


বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন,''বাংলার হিংসা নিয়ে গোটা দেশ চিন্তিত। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত বলেছেন এই হিংসার রাজনীতি তাঁর রাজ্যে করতে দেবেন না।''  


দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা থেকে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, সবার বক্তব্যে বারবার এদিন ঘুরেফুরে আসে পশ্চিমবঙ্গের প্রসঙ্গ। এমনকি টিকাকরণে রাজনৈতিক ভেদাভেদ করা হচ্ছে বলেও সোচ্চার বিজেপি নেতৃত্ব। জেপি নাড্ডার বক্তব্য,''গোটা দেশের বিজেপি নেতৃত্ব পশ্চিমবঙ্গ বিজেপির পাশে রয়েছে। বাংলাকে বাঁচাতে, গণতন্ত্র বাঁচাতে, সংবিধানকে রক্ষা করতে বিজেপি কর্মীদের লড়াই করতে হবে।''


সাম্প্রতিক উপনির্বাচনগুলিতে রাজ্যে বিজেপির ভরাডুবি হলেও এদিন বিজেপির ফল নিয়ে বাহবার বার্তাই দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। জেপি নাড্ডার কথায়,''বাংলায় ৩ শতাংশ থেকে বেড়ে বিজেপির ভোট ৩৮ শতাংশ হয়েছে। পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবার এত ভোট পেয়েছে বিজেপি। সংগঠন মজবুত হয়েছে। রাজনীতির ছাত্ররাও মানতে বাধ্য হবেন এই উত্থান।'' বাংলায় বিজেপি নতুন অধ্যায়ের সূচনা করবে বলেও এদিন বৈঠকে বার্তা দেওয়া হয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। 


আরও পড়ুন- উপনির্বাচনে সব মেশিন পাল্টেছে, শাসক দলের বিরুদ্ধে বিস্ফোরক Suvendu


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)