জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের নতুন ভাবনা কেন্দ্রীয় সরকারের। এবার কি আগেই হবে লোকসভা নির্বাচন? জানা গিয়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)-র অন্দরে শুরু হয়েছে জল্পনা। সূত্র মারফত জানা গিয়েছে যে পরিস্থিতি অনুকূল হলে আগাম লোকসভা নির্বাচনে যাওয়ার বিষয়ে চিন্তা ভাবনা শুরু করেছে কেন্দ্রের ক্ষমতাসীন মোদী সরকার। রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং ছত্তিশগড় রাজ্যে নির্বাচনের জন্য প্রস্তুতি এবং দলের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা কিছুদিন আগেই আলোচনা করেছেন বিজেপি-র সভাপতি জেপি নাড্ডা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকের কএকদিন পরেই এই খবর বেরিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিছু বলার সময় আসেনি


সূত্র মারফত জানা গিয়েছে যে নির্ধারিত সময়ের আগেই লোকসভা নির্বাচনের যাওয়ার বিকল্প খোলা রাখছে বিজেপি। এর কারণ হিসেবে তারা মনে করছে যে এটি আসন্ন রাজ্য নির্বাচনগুলিতও তাদের জয়ের সম্ভাবনাকে সাহায্য করতে পারে।


আরও পড়ুন: Agni Prime: ফের সফল উৎক্ষেপণ, বাহিনীতে জায়গা পাচ্ছে নতুন প্রজন্মের অগ্নি প্রাইম


যদিও, বিজেপির সূত্রগুলি জানিয়েছে যে দল এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ততোক্ষণ নেবে না যতক্ষণ না তারা নির্বাচনে জয়ের বিষয়ে সম্পূর্ণরূপে নিশ্চিত হচ্ছে।


প্রথমে পরিস্থিতি মূল্যায়ন করতে বলা হয়েছে


সূত্র মারফত জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাকে প্রধানমন্ত্রী বলেছেন বিধানসভা নির্বাচনের পাশাপাশি লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হলে সেই ক্ষেত্রে দলের জয়ের সম্ভাবনা মূল্যায়ন করতে।


আরও পড়ুন: RBI | 2000 Rupee Note: আপনার কাছে এখনও আছে ২০০০ টাকা নোট? জেনে নিন কী বললেন গভর্নর


এর আগে, এই বছর অথবা ২০২৪ সালের শুরুর দিকে হতে চলেছে বেশকিছু গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচন। এর পরিপ্রেক্ষিতে, বিজেপির শীর্ষ নেতৃত্ব মঙ্গলবার রাজধানীতে দুই দিনের বৈঠক করেছে। সূত্র মারফত জানা গিয়েছে যে বিজেপিতে সাংগঠনিক পুনর্গঠন শুরু হয়েছে। সদ্য সমাপ্ত কর্ণাটক বিধানসভা নির্বাচন সম্পর্কেও এই বৈঠকে আলোচনা করা হয়েছে। এই নির্বাচনে বিজেপি ক্ষমতায় ফিরে আসতে ব্যর্থ হয়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)