ওয়েব সাইট : দেশে বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই বাজেটে এই যোজনার জন্য বরাদ্দ হয়েছে ১০০ কোটি টাকা। আর সেই দেশেই কিনা বিজেপি নেতার পুত্রবধূর বয়স মাত্র ১১ বছর! শুনে আঁতকে উঠলেন তো? সকলেই উঠছে। অথচ, যার পরিবার নিয়ে এই বিতর্ক তারই নাকি এব্যাপারে কোনও হুঁশ নেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেশজুড়ে যখন বাল্যবিবাহ রোধে প্রচার চালাচ্ছে মোদী সরকার, ঠিক তখনই এই ঘটনা রীতিমতো অস্বস্তিতে ফেলেছে বিজেপিকে।


ঝাড়খণ্ডের বিজেপি সুপ্রিমো তালা মারান্ডি। রাজ্যের দাপুটে নেতা বলেই পরিচিত কেন্দ্রীয় কমিটিতে। সম্প্রতি তিনি তাঁর ছেলে মুন্না মারান্ডির বিয়ে দিয়েছেন। আর সেই বিয়ে নিয়েই ছড়িয়েছে বিতর্ক। এক সরকারি সংস্থার উদ্যোগে চালানো তদন্তে উঠে এসেছে মুন্নার স্ত্রীয়ের বয়স মাত্র ১১ বছর। তার জন্ম হয়েছে ২০০৫ সালে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।