নিজস্ব প্রতিবেদন: জেলে থেকে মুক্তি পেয়ে বীরের সম্মান পেলেন মধ্য প্রদেশের বিজেপি বিধায়ক আকাশ বিজয়বর্গীয়। পুরসভা কর্মীদের মারধর করায় তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। শনিবার তিনি জামিন পান। জেল থেকে ছাড়া পান রবিবার সকালে।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-চুঁচুড়ায় তৃণমূল নেতা খুনে আটক ১; বনধে স্তব্ধ দোকানপাট, শুনশান রাস্তাঘাট


এদিন সকালে জেল থেকে মুক্তি পাওয়ার পর আকাশ বিজয়বর্গীয় বলেন, ‘জেলে ভালোই ছিলাম। মানুষের ভালোর জন্য আমি কাজ করে যাব। পুরসভার দুর্নীতি-অত্যাচার আমি শেষ করে ছাড়ব। এই তো শুরু।’ গতকাল আকাশের জামিন মিলতেই তাঁর বাবা ও বিজেপি নেতা কৈলাশ বিজয় বর্গীয় অফিসের সামনে নাচানাচি শুরু করে দেন বিজেপি সমর্থকরা।



উল্লেখ্য, গত ২৬ জুন বেআইনি দখলদারি তুলতে আসেন পুরসভার কর্মীরা। সেখানে হাজির হন প্রথমবারের বিধায়ক আকাশ বিজয়বর্গীয়। ক্রিকেট ব্যাট হাতে নিয়ে তিনি পুরকর্মীদের মারধর করেন। হুঙ্কার দেন পাঁচ মিনিটের মধ্যে এলাকা ছেড়ে চলে যান। না হলে পরিণাম খারাপ হবে।


আরও পড়ুন-হরিনাম সংকীর্তন আসরে বুকে গুলি করে খুন বিজেপি কর্মীকে, কাঠগড়ায় তৃণমূল  


ওই ঘটনা গ্রেফতার করা হয় আকাশকে। আদালত তাঁকে ১১ জুলাই পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। এর মধ্যেই তিনি শনিবার জামিন পেয়ে যান।