নিজস্ব প্রতিবেদন: দুনিয়ার প্রথম আদিবাসী নেতা কে? অনেকেই এর উত্তর জানেন না। তবে জানেন বিজেপি বিধায়ক জ্ঞানদেব আহুজা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজস্থানের ওই বিজেপি বিধায়কের দাবি, হনুমানই হলেন দুনিয়ার প্রথম আদিবাসী নেতা। এক সময়ে গোটা দেশ তাঁকে মানতো। তিনি আদিবাসীদের নিয়ে একটি বিশাল বাহিনী তৈরি করেন। পরে রাম ওই বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে আরও শক্তিশালী করে তোলেন।



আরও পড়ুন-জামিনের আবেদন নাকচ, ৮ জুন পর্যন্ত জেল হেফাজত আরাবুলের


গত ২ এপ্রিল দেশজুড়ে তপশিলি জাতি ও উপজাতিদের একটি বিক্ষোভ সংঘটিত হয়। সেই বিক্ষোভে হনুমানের ছবিকে অপমান করা হয়েছে বলে দাবি করেন আহুজা। এনিয়ে তিনি বিজেপির আদিবাসী নেতা কিরোরি লাল মিনাকে ফোন করে ক্ষোভ প্রকাশ করেন বলে দাবি আহুজার।


সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে আহুজা বলেন, ‘এই পৃথিবীতে প্রথম আদিবাসী নেতা হনুমান। দেশে সবচেয়ে বেশি মন্দির রয়েছে তাঁরই। আমার তাঁকে অসম্মান করতে পারি না।’


আরও পড়ুন-নোট বাতিলের ফলে কার কী উপকার হয়েছে, প্রশ্ন তুলে দিলেন নীতীশ কুমারই


এই প্রথম এই ধরনের মন্তব্য করলেন না আহুজা। এর আগে ২০১৬ সালে তিনি মন্তব্য করেন, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় সেক্স ও ড্রাগের আখড়া হয়ে উঠেছে। সন্ধ্যে আটটার পর ছাত্ররা ক্যাম্পাসে ড্রাগ নি্যে বসে পড়েন।