কংগ্রেস কাছে অন্ধের যষ্টি প্রিয়ঙ্কা, কটাক্ষ বিজেপির
এদিন সম্বিত বলেন, `উত্তর প্রদেশে মহাজোটে ঠাঁই না পেয়ে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে কংগ্রেস। তাই প্রিয়ঙ্কা গান্ধীর ওপর বাজি ধরেছে তারা। প্রিয়ঙ্কা কংগ্রেসের কাছে অন্ধের লাঠির মতো।
নিজস্ব প্রতিবেদন: প্রিয়ঙ্কা গান্ধীর সক্রিয় রাজনীতিতে আসার ঘোষণাকে চরম কটাক্ষ করল বিজেপি। বুধবার বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেন, 'প্রিয়ঙ্কা কংগ্রেসের কাছে অন্ধের লাঠি।'
এদিন সম্বিত বলেন, 'উত্তর প্রদেশে মহাজোটে ঠাঁই না পেয়ে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে কংগ্রেস। তাই প্রিয়ঙ্কা গান্ধীর ওপর বাজি ধরেছে তারা। প্রিয়ঙ্কা কংগ্রেসের কাছে অন্ধের লাঠির মতো। নিউ ইন্ডিয়া কংগ্রেসের কাছে প্রশ্ন করছে, প্রথমে নেহেরু, তার পর ইন্দিরা, তার পর রাজীব, সোনিয়া, রাহুল। এখন এলেন প্রিয়ঙ্কা। বিজেপির কাছে পার্টিটাই পরিবার। ওদের কাছে পরিবারটাই পার্টি। এটাই পার্থক্য।' সম্বিত পাত্র এদিন বলেন, 'এখন একটি পরিবারের লোকেরা মিলেই কংগ্রেস চালান।'
বলে দিই, যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে বুধবার প্রিয়ঙ্কা গান্ধীর সক্রিয় রাজনীতিতে যোগদানের কথা ঘোষণা করে কংগ্রেস। উত্তর প্রদেশে দলের হার ফেরাতে তাঁকে সেরাজ্যের ভার দেওয়া হয়েছে। পূর্ব উত্তর প্রদেশ কংগ্রেসের মহাসচিব করা হয়েছে প্রিয়ঙ্কাকে। প্রিয়ঙ্কার সক্রিয় রাজনীতিতে যোগদান লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের মাস্টার স্ট্রোক বলে দাবি করছেন রাজনৈতিক বিশেষজ্ঞের একাংশ। অপর মহলের দাবি, প্রিয়ঙ্কাকে রাজনীতিতে না এনে আর উপায় ছিল না কংগ্রেসের কাছে।