জিন্নাহর ছবি সরানোর যুক্তি কী? প্রশ্ন ইসলামিক সংগঠনের, পাল্টা বিজেপির
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে টাঙানো জিন্নাহর ছবি নিয়ে বিতর্ক।
নিজস্ব প্রতিবেদন: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে টাঙানো জিন্নাহর ছবি সরানোর নেপথ্যে যুক্তি কী? প্রশ্ন তুলল ইসলামিক সংগঠন জামাত-ই-ইসলামি হিন্দ। বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী পাল্টা মন্তব্য করেছেন, আফজলগুরুর পাশে যারা দাঁড়িয়েছিল, তারাই জিন্নাহর পাশে রয়েছে।
জামাত-ই-ইসলামি হিন্দের সভাপতি মৌলানা সইদ জালাউদ্দিন উমারি বলেন, ''৮০ বছর ধরে জিন্নাহর ছবিটি টাঙানো রয়েছে। ছবিটি সরানোর পিছনে কী যুক্তি? কারও যদি এই দাবি থাকে, তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন।'' তাঁর কথায়, ''স্বাধীনতা সংগ্রামে জিন্নাহর ভূমিকার কথাও অস্বীকার করছেন না কয়েকজন বিজেপি নেতা। ছাত্র সংসদের সঙ্গে আলোচনার মাধ্যমেই বিষয়টির নিষ্পত্তি করতে হবে।'
বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদীর কথায়, ''যারা আজ জিন্নাহর পাশে দাঁড়িয়েছে, তারাই সন্ত্রাসবাদী আফগুরুকে সমর্থন করেছিল। দেশভাগ করেছিলেন এক ব্যক্তি, তাঁর পাশে দাঁড়াচ্ছেন অনেকে। এটা দুর্ভাগ্যজনক।''
ন্নাহর ছবি বিতর্কে বিজেপি সাংসদ সতীশ গৌতমের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি করল আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। এদিন বিক্ষোভও দেখান তাঁরা। উল্লেখ্য, আলিগড় বিশ্ববিদ্যালয়ে মহম্মদ আলি জিন্নাহর ছবি সরানোর দাবি করেছেন বিজেপি সাংসদ সতীশ গৌতম।