জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লির মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের (এমসিডি) নির্বাচনের জন্য, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রবিবার দেশের রাজধানী দিল্লি জুড়ে ১৪টি রোডশো করবে বলে জানা গিয়েছে। এই ১৪টি রোডশোর প্রতিটিতে রবিবার দিল্লির ১৪টি বিভিন্ন জেলায় দলের ১৪ জন বড় নেতা নেতৃত্ব দেবেন। এই শক্তিতে ভরপুর রোডশোতে নেতৃত্ব দেবেন এমন নেতাদের মধ্যে রয়েছেন বিজেপি জাতীয় সভাপতি জেপি নাড্ডা, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার, দিল্লি বিজেপির সভাপতি আদেশ গুপ্ত, উত্তর প্রদেশ বিজেপির সভাপতি ভূপেন্দ্র চৌধুরী এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাশাপাশি, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, মীনাক্ষী লেখি, জিতেন্দ্র সিং, হরদীপ পুরি এবং গজেন্দর সিং শেখাওয়াতও এই রোডশোগুলির নেতৃত্ব দেবেন।


দলের অন্যান্য সাংসদদের মধ্যে রমেশ বিধুরি, গৌতম গম্ভীর, মনোজ তিওয়ারি, বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র এবং দিনেশ লাল যাদব রবিবারের রোডশোতে অংশ নেবেন।


বিজেপি সূত্রে জানা গিয়েছে, বিকেল চারটে থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রোডশো চলবে। বিজেপির পক্ষে আরও বেশি ভোট পাওয়ার জন্য অঞ্চল ভিত্তিক নেতাদের উপর দৃষ্টি দিচ্ছে বলে জানা গিয়েছে। এমসিডি নির্বাচন চার ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পাশাপাশি ২৫০টি আসনের জন্য এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে সাত ডিসেম্বর।


আরও পড়ুন: Shivaji Maharaj: রোল মডেল হিসেবে শিবাজী অনেক পুরনো, বালাসাহেব বা গডকড়ীর মতো কাউকে বেছে নিন: কোশিয়ারি


দিল্লির ২৫০ ওয়ার্ড বিশিষ্ট মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের (এমসিডি) নির্বাচন হবে চার ডিসেম্বর। এই নির্বাচনের ভোট গণনা সাত ডিসেম্বর হবে।


বিজেপি এবং আম আদমি পার্টি (এএপি) থেকে ২৫০ জন করে বৈধ প্রার্থী রয়েছে। জানা গিয়েছে, এমসিডি নির্বাচনে কংগ্রেসের তিনটি মনোনয়ন বাতিল করা হয়েছে, কংগ্রেস মাত্র ২৪৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।


চার ডিসেম্বর দিল্লির মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের নির্বাচন বিজেপি এবং আপের মধ্যে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতায় রূপ নিচ্ছে। বিজেপি বর্তমানে দেশের রাজধানী দিল্লিতে এমসিডি-র দায়িত্বে রয়েছে। অন্যদিকে রাজ্যে সরকারে রয়েছে আপ।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)