নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামা হামলা ইমরান খান সরকারের কৃতিত্ব বলে দাবি করেছেন পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ হুসেন। বিহারের ভোটের সময় এমন বিষয় পেয়ে স্বাভাবিকভাবেই সুযোগের সদ্ব্যবহার করতে ছাড়ছে না বিজেপি। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়ালদের নিশানা করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবীয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অমিত মালবীয় লিখেছেন,''পাকিস্তানের মন্ত্রী স্বীকার করেছেন, পুলওয়ামায় হামলা করেছিল পাকিস্তান। কৃতিত্ব দিয়েছেন ইমরান খানের নেতৃত্বকে। পাকিস্তানের হয়ে যাঁরা সওয়াল করেছিলেন সেই অরবিন্দ কেজরীবাল, রাহুল গান্ধী, ফারুক আবদুল্লাহ, মমতা বন্দ্যোপাধ্যায়, রামগোপাল যাদব ও অন্যদের এবার জবাব দিতে হবে।''




কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাভড়েকরের কথায়, ''পুলওয়ামা হামলার কথা মেনে নিল পাকিস্তান। কংগ্রেস ও অন্যরা ষড়যন্ত্রের তত্ত্ব দিয়েছিল, তাদের উচিত দেশের কাছে ক্ষমা চাওয়া।''  



২০১৯ সালে ঠিক লোকসভা ভোটের আগে জম্মু-কাশ্মীরে আধা সামরিক বাহিনীর কনভয়ে হামলা করেছিল জঙ্গিরা। গতকাল, বৃহস্পতিবার পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ চৌধুরী সংসদে দাঁড়িয়ে জোর গলায় বললেন,''আমরা ভারতের ঘরে ঢুকে মেরেছি। ইমরান খানের নেতৃত্বে পুলওয়ামা হামলা আমাদের সাফল্য। সেই সাফল্যের অংশীদার আমরা সবাই।''


 



পরে সমালোচনার মুখে ফাওয়াদ সাফাই দেন, পুলওয়ামা হামলার পর ওদের ঘরে ঢুকে মেরেছি। সেটাই বোঝাতে চেয়েছিলাম। 


আরও পড়ুন- চুক্তিভঙ্গে ISRO-র শাখাকে ১২০ কোটি ডলার ক্ষতিপূরণের নির্দেশ মার্কিন আদালতের