নিজস্ব প্রতিবেদন: পালাবদল হয়েছে ত্রিপুরায়। মুখ্যমন্ত্রীর আবাস ছেড়ে দলের রাজ্য দফতরে উঠে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মানিকের ছেড়ে যাওয়া আস্তানায় এবার সংসার পাতবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। তার আগে বিপ্লব দেবকে বাড়ির সেপটিক ট্যাঙ্ক সাফ করার পরামর্শ দিলেন বিজেপি নেতা সুনীল দেওধর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুধু মুখ্যমন্ত্রীই নন, অন্যান্য মন্ত্রীদের নতুন বাড়ির সেপটিক পরিস্কারের পরামর্শ দিয়েছেন সুনীল দেওধর। কেন এমনটা বলছেন তিনি? সুনীলের দাবি, ''২০০৫ সালে মানিক সরকারের বাড়ির সেপটিক ট্যাঙ্কের মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছিল। ২৫ বছরে অগুনতি রাজনৈতিক খুন করেছে ওরা। তাই বিপ্লবকে সেপটিক ট্যাঙ্কে সাফ করার অনুরোধ করেছি।''  



টুইটারে একই ঘটনার কথা উল্লেখ করে দেওধর বলেন, ''২০০৫ সালে ৪ জুন মানিক সরকারের আবাস থেকে উদ্ধার হয়েছিল মহিলার কঙ্কাল। পরে সেই ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়।''  



ত্রিপুরায় বিজেপির জয়ের নেপথ্যে কারিগর এই সুনীল দেওধর।


আরও পড়ুন- ত্রিপুরায় ১টি আসনে নির্বাচনের আগে প্রার্থী প্রত্যাহার সিপিএমের