নিজস্ব প্রতিবেদন: ফের দিল্লি পুলিসকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। এ বার নিজের প্রাণনাশের আশঙ্কা করে বিস্ফোরক মন্তব্য করলেন দিল্লির মুখ্যমন্ত্রী। এক সাক্ষাত্কারে বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতোই নিজের নিরাপত্তারক্ষীর হাতেই খুন হতে পারেন। এর পিছনে বিজেপির হাত থাকতে পারে বলে আশঙ্কা করেন কেজরীবাল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


পঞ্জাবে গিয়ে কেজরীবালের এমন মন্তব্য অত্যন্ত রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কয়েক দিন আগেই রোড-শোয়ে কেজরীবালকে সপাটে চড় মারে এক ব্যক্তি। দিল্লি পুলিস দাবি করেন, অভিযুক্ত আপেরই বিক্ষুব্ধ সমর্থক। পরে, নিজের দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে নেয় ওই অভিযুক্ত। কিন্তু এ দিন দিল্লি পুলিসের উপর খাপ্পা হয়ে কেজরীবাল প্রশ্ন তোলেন, ক্যাপ্টেন সাহেবের (অমরিন্দর সিং) বিরুদ্ধে কোনও কংগ্রেস সমর্থক রেগে থাকলে, তাঁকে কি মারবেন নাকি প্রধানমন্ত্রীর উপর ক্ষুব্ধ থাকলে তাঁর উপর চড়াও হবে কোনও বিজেপি নেতা?


আরও পড়ুন- কেদারনাথের উন্নয়নে তৈরি মাস্টার প্ল্যানের কাজ চলছে পুরো দমে, জানালেন মোদী


কেজরীবালের মন্তব্যে তীব্র নিন্দা করে দিল্লি পুলিস। এক বিবৃতিতে জানানো হয়, সমস্ত রাজনৈতিক দলের হেভিওয়েটদের নিরাপত্তা দেওয়া হয়। দিল্লির মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও তাদের নিরাপত্তা রক্ষী কর্তব্যে দায়বদ্ধ। দিল্লি বিধানসভার বিরোধী দলনেতা বিজেন্দ্র গুপ্তা কেজরীবালের মন্তব্যের সমালোচনা করে জানান, রাজনৈতিক ফায়দা তুলতেই মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য। উল্লেখ্য, ২০১৫ সালে দিল্লি পুলিসকে ‘ঠুলা’ বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী কেজরীবাল। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করে দিল্লি পুলিস। পরে সেই মামলা তুলে নেওয়া হয়।