ম্যাজিক ফিগার পেরতেই বিজয়োত্সব শুরু বিজেপির
কর্ণাটকে ২২২টি আসনে ভোটগ্রহণ হয়েছে। তাতে ম্যাজিক ফিগার ১১২। সেই সংখ্যা ইতিমধ্যেই পার করে দিয়েছে বিজেপি।
নিজস্ব প্রতিবেদন : কর্ণাটক নির্বাচনে দল একক সংখ্যাগরিষ্ঠতা পেতেই বিজয় উত্সবে মেতে উঠলেন বিজেপি কর্মী-সমর্থকরা। বেঙ্গালুরুতে বিজেপির রাজ্য সদর দফতরে সকাল থেকেই ছিল কর্মী-সমর্থকদের ভিড়। গণনা শুরু হতেই বিজেপি প্রথমে কিছুটা পিছিয়ে থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই পাল্টে যেতে থাকে ফল। এগিয়ে থাকার নিরিখে ২২২টি আসনের মধ্যে ইতিমধ্যেই ১১৮টি আসনে এগিয়ে থেকে নিজেদের একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বিজেপি। দুটি কেন্দ্রের মধ্যে একটিতে ইতিমধ্যেই পিছিয়ে রেয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।
কর্ণাটকে ২২২টি আসনে ভোটগ্রহণ হয়েছে। তাতে ম্যাজিক ফিগার ১১২। সেই সংখ্যা ইতিমধ্যেই পার করে দিয়েছে বিজেপি। ফলে আরও একটি রাজ্য হাতছাড়া হতে চলেছে কংগ্রেসের। চলতি বছরই মধ্যপ্রদেশ ও রাজস্থানে রয়েছে বিধানসভার নির্বাচন। তার আগে কর্ণাটক হাতছাড়া হলে কংগ্রেসের ওপর আস্থা হারাবেন ভোটাররা। এমনই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
আরও পড়ুন- এগিয়ে থাকা আসনের নিরিখে কর্ণাটকে সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি