নিজস্ব প্রতিবেদন: নির্বাচনে সাফল্য তুঙ্গে ওঠার সঙ্গে সঙ্গে আর্থিকভাবে আরও সচ্ছল হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ২০১৫-১৬ ও ২০১৬-১৭ - এই দুটি আর্থিক বছরে ৮১.১৮ শতাংশ বেড়েছে বিজেপির আয়। সেখানে কংগ্রেসের আয় কমেছে ১৪ শতাংশ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজনৈতিক ও নির্বাচনী সংস্কার নিয়ে কাজ করে স্বেচ্ছাসেবী সংস্থা  Association for Democratic Reforms বা এডিআর। তাদের রিপোর্ট বলছে, নির্বাচন কমিশনের কাছে ১০৩৪.২৭ কোটি টাকা আয় ঘোষণা করেছে বিজেপি। এর আগে তাদের আয় ছিল ৪৬৩.৪১ কোটি। ২০১৬-১৭ সালে ৭১০.০৫৭ কোটি টাকা খরচ হয়েছে বিজেপির। সেখানে কংগ্রেসের গাঁট থেকে খসেছে ৩২১.৬৬ কোটি টাকা। তা আগের চেয়ে ৯৬.৩০ কোটি টাকা বেশি। 


এডিআরের রিপোর্ট আরও বলা হয়েছে, সাতটি জাতীয় রাজনৈতিক দলের মোট আয় ১,৫৫৯.১৭ কোটি টাকা। ১২২৮.২৬ কোটি টাকা খরচ হয়েছে। আয়ের ৭৪.৯৮ শতাংশই দান হিসেবে দেখিয়েছি রাজনৈতিক দলগুলি। তারা মোট ১,১৬৯.০৭ কোটি টাকা দান পেয়েছে। ভারতের ৭টি জাতীয় রাজনৈতিক দল- বিজেপি, কংগ্রেস, বহুজন সমাজ পার্টি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, সিপিএম, সিপিআই ও তৃণমূল কংগ্রেস।


আরও পড়ুন- কমিশনের বিজ্ঞপ্তি নিয়ে বিজেপির আর্জি গ্রহণ সুপ্রিম কোর্টের, বুধবার শুনানি