ওয়েব ডেস্ক: রবিবার থেকে শুরু হচ্ছে বিজেপির ২ দিনের রাষ্ট্র কর্মসমিতির বৈঠক। গুজরাত নির্বাচনের আগে এই বৈঠকে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে নীতিগত সিদ্ধান্তের ওপর আলোচনা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বৈঠকে দলের প্রথমসারির নেতৃত্ব ছাড়াও হাজির থাকবেন সমস্ত রাজ্যগুলির সভাপতিরা। থাকবেন সমস্ত সাংসদ ও বিধায়কও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৈঠকের প্রথম দিনে আলোচ্যসূচি নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় দিন বিস্তারিত আলোচনা হতে পারে। সেদিনই বৈঠকে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের বক্তব্যে বিশেষ করে গরিবকল্যাণ প্রকল্পগুলির কথা উল্লেখ করতে পারেন তিনি। 


আরও পড়ুন - বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে যোগীর পুলিসের লাঠি, বেধড়ক মারে আহত ৪ পড়ুয়া


দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে শাসক বিজেপির ওপর ক্রমশ চাপ বাড়াচ্ছে বিরোধীরা। কেন জিডিপি তলানিতে তা নিয়ে প্রশ্ন তুলে ফেলেছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীও। এই পরিস্থিতিতে অর্থনীতি ও কর্মসংস্থান নিয়ে সাফাই দিতে দেখা যেতে পারে মোদীকে।