Black Fungus নতুন চ্যালেঞ্জ, আমাদের তৈরি থাকতে হবে: PM Modi
``করোনার মাঝে এটি এখন ভারতবাসীর কাছে নতুন চ্যালেঞ্জ (Black Fungus)``।
নিজস্ব প্রতিবেদন- উত্তরপ্রদেশের বারাণসীর স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে কোভিড (Covid-19) যোদ্ধাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখানে তিনি দুঃখ প্রকাশ করেছেন বারবার। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশংসাও করেছেন।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi) বলেন, টিকা (Vaccine) নেওয়া আমাদের দায়িত্ব। ব্ল্যাক ফাঙ্গাসের (Black fungus) বিষয়ে সতর্ক হতে হবে। এটি বিরল, কিন্তু শোচনীয় অবস্থা হচ্ছে আক্রান্ত রোগীদের। করোনার মাঝে এটি এখন ভারতবাসীর কাছে নতুন চ্যালেঞ্জ (Black Fungus)।
আরও পড়ুন: করোনা কীভাবে শরীরে ছড়িয়ে পড়ছে জানতে হবে, দেহ দান করলেন ৯৩ বছরের প্রথম মহিলা
"এই ভাইরাসটি আমাদের কাছ থেকে অনেক প্রিয়জনকে ছিনিয়ে নিয়েছে। করোনায় (Corona) যাঁরা প্রাণ হারিয়েছেন, আমি তাঁদের শ্রদ্ধা জানাচ্ছি এবং আমি তাঁদের জন্য শোক প্রকাশ করছি। তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি।"