ওয়েব ডেস্ক : দেশের বিভিন্ন জায়গায় উদ্ধার কালো টাকা। চেন্নাই বিমানবন্দরের কাছে ৫ ব্যক্তির থেকে উদ্ধার হল ১ কোটি ৩৪ লক্ষ টাকা। উদ্ধার হওয়া পুরো টাকাটাই নতুন ২০০০-এর নোটে। ৫জনকে আটক করা হয়েছে। অন্যদিকে ৫০০ ও ১০০০-এর পুরনো নোটে উদ্ধার ৩১ লক্ষ টাকা। নয়া দিল্লি রেল স্টেশনে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। বিষয়টি জানানো হয়েছে আয়কর দফতরকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উত্তরপ্রদেশের সাম্ভালের চান্দাউসিতে গাড়িতে মিলল ২১ লক্ষ টাকা। ১৬ লক্ষ টাকাই নতুন নোটে। আটক ২। গোপন সূত্রে খবর পেয়ে কানপুরগামী গাড়ি থেকে ওই টাকা উদ্ধার পুলিসের। মেঘালয়ের গাড়ো পাহার এলাকায় উদ্ধার প্রায় ৩০ লক্ষ টাকার নতুন নোট। বাইকে ওই টাকা নিয়ে যাচ্ছিল ২ যুবক। চেকিং চলাকালীন সন্দেহ হওয়ায় বাইক থামিয়ে তল্লাসি BSF-এর। জঙ্গিযোগ আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।


এরই পাশাপাশি মধ্যপ্রদেশের দুটি জায়গা ও ছত্তিশগড়ের একটি জায়গা থেকে সাড়ে ৭ লক্ষ টাকার নতুন নোট উদ্ধার হয়েছে।


আরও পড়ুন, নতুন নোটে ৩০ লাখ বাজেয়াপ্ত, উদ্ধার ৫ কেজি সোনা