`ব্লু হোয়েল` নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
ওয়েব ডেস্ক: অনলাইন সুইসাইড গেম ব্লু হোয়েল নিয়ে উদ্বেগপ্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জগদীশ সিং খেহর। তিনি এদিন বলেন, 'ব্লু হোয়েলের বিষয়ে আমরা শুনেছি। এটা যে কোন বিপত্তি ঘটাতে পারে।'
নারী ও শিশুকল্যাণমন্ত্রী মানেকা গান্ধী এনিয়ে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন। ট্যুইটারে তিনি লিখেছেন,"ব্লু হোয়েল খেলার খপ্পড় থেকে সন্তানকে বাঁচাতে নজর রাখুন।" ব্লু হোয়েল নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। গত সপ্তাহে গুগল, ফেসবুক ও হোয়াটস অ্যাপকে ব্লু হোয়েল গেমের লিঙ্ক মুছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কেরল ও মহারাষ্ট্রে ব্লু হোয়েলের শিকার দুই তরুণের আত্মহত্যার খবর মিলেছে। যদিও এব্যাপারে নির্ভরযোগ্য প্রমাণ পায়নি পুলিশ।সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গোটা দেশে ১২ থেকে ১৯ বছর বয়সী ৬ জনেরও বেশি মৃত্যু হয়েছে এই প্রাণঘাতী খেলায়।
আরও পড়ুন, কী এই গেম ব্লু হোয়েল?