ওয়েব ডেস্ক: অনলাইন সুইসাইড গেম ব্লু হোয়েল নিয়ে উদ্বেগপ্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জগদীশ সিং খেহর। তিনি এদিন বলেন, 'ব্লু হোয়েলের বিষয়ে আমরা শুনেছি। এ‌‌টা ‌যে কোন বিপত্তি ঘটাতে পারে।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নারী ও শিশুকল্যাণমন্ত্রী মানেকা গান্ধী এনিয়ে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন। ট্যুইটারে তিনি লিখেছেন,"ব্লু হোয়েল খেলার খপ্পড় থেকে সন্তানকে বাঁচাতে নজর রাখুন।" ব্লু হোয়েল নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। গত সপ্তাহে গুগল, ফেসবুক ও হোয়াটস অ্যাপকে ব্লু হোয়েল গেমের লিঙ্ক মুছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



কেরল ও মহারাষ্ট্রে ব্লু হোয়েলের শিকার দুই তরুণের আত্মহত্যার খবর মিলেছে। ‌যদিও এব্যাপারে নির্ভর‌যোগ্য প্রমাণ পায়নি পুলিশ।সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গোটা দেশে ১২ থেকে ১৯ বছর বয়সী ৬ জনেরও বেশি মৃত্যু হয়েছে এই প্রাণঘাতী খেলায়।


আরও পড়ুন, কী এই গেম ব্লু হোয়েল?