নিজস্ব প্রতিবেদন: নদীর জলে লাশ ভেসে আসা নিয়ে ইতিমধ্যে চাপে রয়েছে যোগী সরকার। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োকে ঘিরে সেই চাপ আরও বাড়ল। ভিডিওটিতে দেখা যায়, নদীতে ভেসে আসা লাশ পেট্রোল ঢেলে এবং টায়ার জ্বালিয়ে সৎকার চলছে। আর পুরো ঘটনাটাই ঘটছে পুলিসের উপস্থিতিতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: লিভ ইন সম্পর্ক নৈতিক ও সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়, সেকেলে রায় হাইকোর্টের!


সূত্রের খবর, বালিয়াতে নদীর পাড়ে এই ঘটনাটি ঘটেছে। দুদিন আগে সেখানে নদীতে দুটি লাশ ভেসে আসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। এরপর তাঁদের সামনেই ঘাটে পেট্রোল দিয়ে টায়ার জ্বালিয়ে দেহগুলির সৎকার করা হয়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনা শুরু হয়েছে। ইতিমধ্যে ৫ পুলিস অফিসারকে সাসপেন্ডও করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।


আরও পড়ুন: বিল গেটসের বিচ্ছেদে নারীবিদ্বেষী মন্তব্য, টুইটারে ভর্ৎসনার মুখে হর্ষ গোয়েঙ্কা


উত্তরপ্রদেশে নদীতে দেহ ভাসানো নিয়ে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছে যোগী সরকার। তড়িঘড়ি নদীগুলিতে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পুলিস ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা দলকে এই নির্দেশ দেওয়া হয়েছে। রীতি মেনে যাতে প্রতিটি মৃতদেহের সৎকার করা হয়, সেই নির্দেশ দিয়েছে সরকার।