ওয়েব ডেস্ক: বফর্স ঘুষকাণ্ড মামলার শুনানিতে রাজি হল সুপ্রিম কোর্ট। ফের অস্বস্তি বাড়ল কংগ্রেসের। এই মামলায় দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা তথা আইনজীবী অজয় কুমার আগরওয়াল। শুক্রবার সুপ্রিম কোর্ট এই মামলার শুনানিতে রাজি হয়েছে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে শুনানি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৯৮৬ সালে ১৪৩৭ কোটি টাকার হাউৎজার কামান কেনা নিয়ে অর্থের লেনদেন হয়েছিল। চুক্তি সম্পন্ন করতে ভারতীয় রাজনৈতিক নেতা ও আমলাদের ৬৪ কোটি টাকা ঘুষ দিয়েছিল সুইডিশ সংস্থা বফর্স। ২০০৫ সালে ৩১ জুলাই অভি‌যুক্ত হিন্দুজা ভাইদের মুক্তি দেয় দিল্লি হাইকোর্ট।  


হাইকোর্টের নির্দেশের তিন মাসের মধ্যে শীর্ষ আদালতে আবেদন করতে হত। কিন্তু সিবিআই সেই চেষ্টা করেনি। আগরওয়াল জানান, সিবিআই-এর সঙ্গে অভি‌যুক্তদের ঘনিষ্ঠতার জন্যই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সুপ্রিম কোর্টে আবেদন করেনি। তাঁর ‌যুক্তি মেনে নিয়ে শুনানিতে সম্মত হয়েছে সুপ্রিম কোর্ট।


আরও পড়ুন, দুর্নীতিতে এশিয়ায় শীর্ষে ভারত, তবে মোদীর উপরে ভরসা ৫৩ শতাংশ দেশবাসীর