প্রধানমন্ত্রীর সফরের আগেই গুয়াহাটিতে উদ্ধার বোমা, ধৃত ১
কেন্দ্রের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর আজ শুক্রবার দুপুরে কোকরাঝাড়ের এক জনসভায় বক্তব্য রাখতে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রীর সফরের আগেই গুয়াহাটিতে উদ্ধার বোমা। উদ্ধার হল দুটি আইইডি বোমা । জানা গিয়েছে, গুয়াহাটির পানবাজার ও পল্টন বাজার থেকে উদ্ধার হয় বোমা দুটি। বোমা উদ্ধারের ঘটনায় গ্রেফতার হয়েছে ১ জন।
জানা গিয়েছে, দুটি পৃথক জায়গায় প্লাস্টিকের মধ্যে ছিল আইইডি বোমাগুলি । বোমা দুটিতেই টাইমার লাগানো ছিল। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সফরের দিন অর্থাৎ শুক্রবার সকালে বোমা দুটি বিস্ফোরণ ঘটানোর কথা ছিল । তবে তার আগে বৃহস্পতিবারই উদ্ধার হয় বোমা দুটি।
আরও পড়ুন, স্বাধীন ভারতের প্রথম কোনও রাজ্যপাল বাজেট ভাষণ দেবেন, দাবি ধনখড়ের, জলঘোলা করছেন তোপ চন্দ্রিমার
উলফা স্বাধীন জঙ্গি গোষ্ঠীর তরফেই বোমা দুটি রাখা হয়েছিল কিনা তাই নিয়ে শুরু হয়েছে পুলিশের তদন্ত । উল্লেখ্য কেন্দ্রের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর আজ শুক্রবার দুপুরে কোকরাঝাড়ের এক জনসভায় বক্তব্য রাখতে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পুরোপুরি তৈরি বোরো টেরিটোরিয়াল রিজিয়নের কোকরাঝাড় ।