ওয়েব ডেস্ক : দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রায় দিল বম্বে হাইকোর্ট। আজ হিন্দু বিবাহ আইন নিয়ে একটি মামলার রায় দিতে গিয়ে বম্বে হাইকোর্ট জানিয়ে দেয় 'ওয়ান নাইট স্ট্যান্ড' মানেই বিয়ে নয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হাইকোর্টের বিচারপতি মৃদুলা ভাটকর বলেন, "হিন্দু বিবাহ আইনে কিছু নিয়ম আছে। আর সেই নিয়ম অনুসারে ওয়ান নাইট স্ট্যান্ড কোনও পরিস্থিতিতেই বিবাহ বলে ধার্য করা হবে না। শুধু তাই নয়, এর ফলে জন্মানো সন্তানও পৈত্রিক সম্পত্তির অধিকারি হতে পারবে না। একটি বিয়ের জন্য নির্দেষ্ট কিছু নিয়ম মানতে হয়। সেই সঙ্গে আইনি পথে কিছু সই করতে হয়। তবেই তা বিবাহ বলে গণ্য করা হয়।"


তবে এসবের পাশাপাশি বিচারপতি ভাটকরে দাবি, ''বিয়ে সংক্রান্ত নানা আইন রয়েছে বিশ্বের একাধিক দেশে। কিন্তু, বর্তমানে যেভাবে লিভ-ইন বেড়েছে এবং তা থেকে জন্মানো সন্তানদের নিয়ে জটিলতা দেখা দিয়েছে তাতে আবার নতুন করে সংবিধানে পরিবর্তন আনার সময় এসেছে।''


আরও পড়ুন- নতুন করে ৬৬টি পণ্যের করের হার কমানোর সিদ্ধান্ত নিল GST কাউন্সিল