`দ্য জেড ফ্যাক্টর` ডঃ সুভাষ চন্দ্রের আত্মজীবনী প্রকাশ হতে চলেছে
এসেল গ্রুপের চেয়ারম্যান ডঃ সুভাষ চন্দ্রের আত্মজীবনী প্রকাশ পেতে চলেছে আজ। নাম `দ্য জেড ফ্যাক্টর: মাই জার্নি অ্যাজ দ্য রঙ্গ ম্যান অ্যাট দ্য রাইট টাইম` (The Z Factor: My Journey as the Wrong Man at the Right Time)। দিল্লির ৭ আরসিআর-এ বিকেল ৪ টের সময় প্রধানমন্ত্রীর হাত দিয়ে মুক্তি পেতে চলেছে বইটি। ২১ জানুয়ারি থেকে সমস্ত বইয়ের দোকানেই পাওয়া যাবে। দোকান ছাড়াও ফ্লিপকার্ট এবং অ্যামাজনের মতো অনলাইন শপিং সাইট থেকেও এই বই পাওয়া যাবে। ডঃ সুভাষ চন্দ্র তাঁর আত্মজীবনী প্রকাশ করার আগে টুইটার প্রোফাইলে ভিডিও পোস্ট করে প্রচার করেছেন। নিজের বই সম্বন্ধে কি বলছেন এসেল গ্রুপের চেয়ারম্যান? নিচের ভিডিও থেকে দেখে নিন...
ওয়েব ডেস্ক: এসেল গ্রুপের চেয়ারম্যান ডঃ সুভাষ চন্দ্রের আত্মজীবনী প্রকাশ পেতে চলেছে আজ। নাম 'দ্য জেড ফ্যাক্টর: মাই জার্নি অ্যাজ দ্য রঙ্গ ম্যান অ্যাট দ্য রাইট টাইম' (The Z Factor: My Journey as the Wrong Man at the Right Time)। দিল্লির ৭ আরসিআর-এ বিকেল ৪ টের সময় প্রধানমন্ত্রীর হাত দিয়ে মুক্তি পেতে চলেছে বইটি। ২১ জানুয়ারি থেকে সমস্ত বইয়ের দোকানেই পাওয়া যাবে। দোকান ছাড়াও ফ্লিপকার্ট এবং অ্যামাজনের মতো অনলাইন শপিং সাইট থেকেও এই বই পাওয়া যাবে। ডঃ সুভাষ চন্দ্র তাঁর আত্মজীবনী প্রকাশ করার আগে টুইটার প্রোফাইলে ভিডিও পোস্ট করে প্রচার করেছেন। নিজের বই সম্বন্ধে কি বলছেন এসেল গ্রুপের চেয়ারম্যান? নিচের ভিডিও থেকে দেখে নিন...