ওয়েব ডেস্ক : কী ভাষায় বলা যায় একে? ঘৃণ্য। ন্যক্কারজনক। ধিক্কার! স্কুলছাত্রকে যৌননিগ্রহ করা হল। স্কুলের ভিতরই যৌননিগ্রহ করল কয়েকজন শিক্ষক। সমাজকে তৈরির গুরুদায়িত্ব যাদের কাঁধে, তারাই ওই স্কুলছাত্রের উপর চরিতার্থ করল তাদের বিকৃত যৌন লালসা। এখানেই শেষ নয়। তাদের কুকীর্তি ঢাকতে ওই ছাত্রকে তারা খুনও করে। অভিযোগ এমনই। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাঁচির একটি বেসরকারি স্কুলে।


এই ঘটনায় প্রাথমিকভাবে তিন শিক্ষককে আটক করা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ। দিল্লির পর এবার রাঁচি। দিল্লিতেও একইভাবে একটি বেসরকারি স্কুলের জলাধারের পাশে উদ্ধার হয় এক ছাত্রের দেহ। সেক্ষেত্রেও পরিবারের অভিযোগ, খুনের আগে ওই ছাত্রের উপর যৌন নির্যাতন চালানো হয়েছিল।