ওয়েব ডেস্ক : 'বিয়েতে গোমাংস চাই-ই চাই।' এমনই দাবি জানিয়েছিল বরপক্ষ। শেষমেশ বিয়েটাই নাকচ করে দিল কনেপক্ষ। ঘটনাটি উত্তরপ্রদেশের রামপুর জেলার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিয়েতে একটি শর্ত রাখা হয় পাত্রপক্ষের তরফে। তারা বলে, হয় বরপক্ষের নিমন্ত্রিত অতিথিদের গোমাংস পরিবেশন করতে হবে, নয়তো বিয়ে বাতিল করে দেওয়া হবে। কালবিলম্ব না করে মেয়ের বাড়ির তরফে দ্বিতীয় প্রস্তাবটি-ই মেনে নেওয়া হয়। বাতিল হয়ে যায় বিয়ে। একইসঙ্গে পাত্রের বাড়ি একটি গাড়ি যৌতুক দেওয়ারও দাবি জানিয়েছিল। সেটিও ফিরিয়ে দেওয়া হয়।


আরও পড়ুন, খোলা জায়গায় মলত্যাগের মাশুল ৪ লাখ!