নিজস্ব প্রতিবেদন : এবার করোনা আক্রান্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী। নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএস ইয়েদুরাপ্পা। টুইট করে নিজেই সেকথা জানিয়েছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টুইটে ইয়েদুরাপ্পা লিখেছেন, তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ। তিনি কোভিডে আক্রান্ত। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। যদিও চিকিৎসকদের পরামর্শে সাবধানতা অবলম্বনে তিনি হাসপাতালে ভর্ত হয়েছেন। পাশাপাশি টুইটে কর্নাটকের মুখ্যমন্ত্রী আরও নির্দেশ দিয়েছেন যে, এই কদিনের মধ্যে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন নিজেদের শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখেন। একইসঙ্গে তাঁরা যেন নিজেরা সেল্ফ কোয়ারেন্টিনে থাকেন।



উল্লেখ্য, ইতিমধ্যেই কর্নাটকে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ছাড়িয়ে গিয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৩ হাজার ৬৪৮ জন। প্রাণ হারিয়েছেন মোট ২,৪১২ জন। ৭২ হাজার ২২৭ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 


প্রসঙ্গত, রবিবারই ধরা পড়ে অমিত শাহ কোভিড পজিটিভ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই রাজনৈতিক বিভেদ ভুলে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী থেকে অমিত কেজরিওয়াল প্রমুখ।


আরও পড়ুন, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২৭৩৯ জন, মৃতের সংখ্যা ৫০ ছুঁইছুঁই