ওয়েব ডেস্ক: জম্মুতে নিয়ন্ত্রণরেখায় এক লম্বা সুড়ঙ্গের হদিশ পেল বিএসএফ। ১৪ ফুট লম্বা ওই সুড়ঙ্গটি কাটা হচ্ছিল পাকিস্তানের দিক থেকে। শনিবার জম্মুর আর্নিয়া সেক্টরে খুঁজে পাওয়া গেল ওই সুড়ঙ্গ।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার তল্লাশির সময়ে আর্নিয়ার বিক্রম ও পাটেল পোস্টের মাঝামাঝি একটি জায়গায় ওই সুড়ঙ্গের খোঁজ পাওয়া ‌যায়। পাকিস্তানের দিক থেকে ১৪ ফুট লম্বা ওই সুড়ঙ্গ কেটে ফেলা হয়েছিল। শুধু তাই নয় ওই সুড়ঙ্গের ভেতরে বহু অস্ত্র মজুত করা হয়েছিল। সন্দেহ করা হচ্ছে কোনও পাকিস্তানি অনুপ্রেবেশকারী জঙ্গিও ওই সুড়ঙ্গের মধ্যে ছিল। কিন্তু শেষপ‌র্যন্ত সে পালাতে সক্ষম হয়েছে।


সম্প্রতি বেশ কিছুদিন ধরেই নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি চালাচ্ছে পাকিস্তান। ফলে আন্দাজ করা হচ্ছিল ওই সু‌যোগে জঙ্গিরা কাশ্মীরে ঢুকে পড়ার চেষ্টা করবে। একথা মাথায় রেখেই নিয়ন্ত্ররেখার বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় বিএসএফ। আর তাতেই বেরিয়ে এল ওই সুড়ঙ্গ।


আরও পড়ুন-সার্জিক্যাল স্ট্রাইকের পর কাশ্মীরে নিকেশ ১৭৫ জঙ্গি