ওয়েব ডেস্ক: জম্মু-কাশ্মীরে পাক গোলায় মৃত্যু হল BSF হেড কনস্টেবলের। গতরাতে রাজৌরি সেক্টরে ভারী গোলাবর্ষণ করে পাকিস্তান। তাতে গুরুতর আহত হন হেড কনস্টেবল রাই সিং। ভোরে মৃত্যু হয় তাঁর। আর এক BSF কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক। নিহত রাই সিংয়ের বাড়ি হরিয়ানার ঝাঝর জেলায়। ভারী গোলাবর্ষণে পাকিস্তানকে পাল্টা জবাব দিয়েছে ভারত। এর আগে রাজৌরির নৌসেরি ও সুন্দরবনি সেক্টরে পাক গোলাবর্ষণে গুরুতর জখম হন এক BSF জওয়ান। এক মহিলাও আহত হন। সার্জিকাল স্ট্রাইকের পর থেকে জম্মু-কাশ্মীরের আন্তর্জাতিক ও নিয়ন্ত্রণরেখা বরাবর দুশো নব্বইবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। পাক গোলায় মারা গেছেন ছাব্বিশজন, তাঁর মধ্যে চোদ্দ জন নিরাপত্তাকর্মী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন নোট বিরোধী আন্দোলনকে এবার দেশের প্রতিটি কোণায় পৌঁছে দিতে চান মমতা


আরও পড়ুন ৫০০ এবং হাজার টাকার নোট বাতিলের পর কৃষকদের জন্য সুখবর