জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার ভোর রাতে সোপিয়ানে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত হিজবুল কমান্ডার মাইসের আহমেদ দার। অন্যদিকে, সাম্বায় পাকিস্তানি রেঞ্জারদের গুলিতে প্রাণ হারালেন এক বিএসএফ জওয়ান। পাল্টা জবাব দিয়েছে বিএসএফ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-পরীক্ষা দিয়ে আর ফেরেনি মেয়ে; মুখ্যমন্ত্রীর দফতরে গিয়েও কাজ হয়নি, কান্নায় ভেঙে পড়লেন মা


বিএসএফের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার রাতে রামগড়ে বিনা প্ররোচনায় গুলি চালায় পাক রেঞ্জাররা। সেই হামলার পাল্টা জবাব দিয়েছে বিএসএফ।


উল্লেখ্য়, গোলাগুলিতে আহত হন এক বিএসএফ জওয়ান। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রামগড় কমিউনিটি হেলথ সেন্টার ব্লক মেডিক্যাল অফিসার ডা লখবিন্দর সিং সংবাদসংস্থাকে জানিয়েছেন, রাত ১টা নাগাদ পাক গুলিতে আহত এক বিএসএফ জওয়ানকে হাসপাতালে আনা হয়। ওই জওয়ানকে পরে জম্মুর জিএমসি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সা চলাকালীন মৃত্যু হয় ওই জওয়ানের।


প্রসঙ্গত, গত ২৪ দিনে এনিয়ে ৩ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। গত ২৮ অক্টোবর টানা ৭ ঘণ্টা ধরে গোলাগুলি চালায় পাক রেঞ্জাররা। ওই গোলগুলিতে ২ বিএসএফ জওয়ান ও এক মহিলা আহত হন। ১৭ অক্টোবর একইভাবে আরনিয়া সেক্টরে একইভাবে গুলি চালায় পাক রেঞ্জাররা। তাতে আহত হন ২ বিএসএফ জওয়ান। কমান্ডান্ট লেভেল ফ্লাগ মিটিংয়ে ওই দুই ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিএসএফ।


অন্যদিকে, জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে বুধবার রাতে সোপিয়ানের কোথোয়ালেন গ্রাম অভিযান চালায় সেনাবাহিনী। সেখানেই গুলির লড়াই নিহত হয় ওই হিজবুল কমান্ডার। গোলাগুলির সুযোগ নিয়ে তার অন্যান্য সঙ্গীরা পালিয়ে যায়।সেইসব জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে সেনা বাহিনী।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)