ওয়েব ডেস্ক: আজ সংসদে NDA সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। বাজেট ঘিরে বেতনভুক কর্মচারীদের মধ্যে উত্‍সাহ তুঙ্গে। মধ্যবিত্তদের আশা, আয়করে ছাড় দেবেন জেটলি। বর্তমানে ব্যক্তিগত আয়করের ক্ষেত্রে উর্ধ্বসীমা রয়েছে আড়াই লাখ টাকা। সংশ্লিষ্ট মহল চাইছে, এবার এই উর্ধ্বসীমা বাড়িয়ে তিন লাখ করা হোক। চাকরিজীবীরা চাইছেন, এইট্টি সি ধারায় কর ছাড়ের ক্ষেত্রেও আরও একটু উদার হোক সরকার।  


পাশাপাশি এমন কিছু ব্যবস্থা নেওয়া হোক, যাতে মুদ্রাস্ফীতি তেমন সমস্যা তৈরি করতে না পারে। সাধারণ গরিব মানুষের লক্ষ্য, জনকল্যাণমূলক প্রকল্পগুলিতে কতটা বিনিয়োগ বাড়াবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। গত দুবছর পরপর খরা পরিস্থিতির পর কৃষকদের সাহায্যে বিশেষ উদ্যোগ দরকার এবার। শিক্ষা, স্বাস্থ্য এবং একশো দিনের কাজের প্রকল্পে অর্থমন্ত্রী বরাদ্দ বাড়াবেন নাকি কমিয়ে দেবেন, সেদিকে নজর থাকবে সবার।