নিজস্ব প্রতিবেদন: বেসরকারি বিনিয়োগ বাড়াতে আসন্ন বাজেটে বেশ কয়েকটি ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। শোনা যাচ্ছে, বেসরকারি ক্ষেত্রকে বিনিয়োগে উত্সাহ দিতে কর ছাড় ঘোষণা করা হতে পারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৯ সালের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে কর্মসংস্থান বাড়ানোর দিকে নজর দিয়েছে মোদী সরকার। এজন্য বিভিন্ন বিকল্প খতিয়ে দেখছে অর্থমন্ত্রক ও প্রধানমন্ত্রীর দফতর। সূত্রের খবর, বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভু প্রস্তাব দিয়েছেন, নতুন বিনিয়োগের ক্ষেত্রে কর ছাড় দেওয়া হোক।  


আরও পড়ুন- বাজপেয়ীর দেখানো পথে রেলে সোনালি চতুর্ভুজ প্রকল্পের ঘোষণা করতে চলেছে মোদী সরকার


দীর্ঘকালীন মেয়াদে কর ছাড় ও অন্যান্য সুবিধা দেওয়া নিয়ে আলোচনা চলছে। ২ থেকে ৩ বছর কর ছাড় দিলে নির্দিষ্ট পরিকল্পনা করে এগোতে পারবে বেসরকারি সংস্থাগুলি। ২০১৩ সালে উত্পাদন ক্ষেত্রগুলিকে কর ছাড়ের সুবিধা দেওয়া হয়েছিল। ১০০ কোটি টাকা কারখানা ও মেশিনে বিনিয়োগ করায় ২ বছর কর ছাড়ের সুবিধা পেয়েছিল সংশ্লিষ্ট ক্ষেত্রের সংস্থাগুলি। একই ধরনের সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছেন প্রভু।