ওয়েব ডেস্ক: মুম্বইয়ে বহুতল ভেঙে পড়ায় ৮ জনের মৃত্যু হল। ধ্বংসস্তূপের নিচে অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, মুম্বইয়ের কাছে ভিওয়ান্ডি এলাকায় রবিবার সকালে একটি বহুতল বাড়ি ভেঙে পড়ে। ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। পুলিস এবং দমকলের সহায়তায় ২৭ জনকে উদ্ধার করা হয়েছে।


পুলিসের পক্ষ থেকে জানা গিয়েছে, ভিওয়ান্ডির গরিবি নগর এলাকায় ওই বহুতলটি রয়েছে। কবির বিল্ডিং নামে ওই বহুতলটি রবিবার সকাল ৯.১৫ নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ভিওয়ান্ডি নিজামপুর পুরসভার কর্তারা এই প্রসঙ্গে জানিয়েছেন যে, বহুতলটি 'বিপজ্জনক বাড়ি'র তালিকাভুক্ত ছিল।