ওয়েব ডেস্ক : ফের বাড়ি ভেঙে পড়ল মুম্বইতে। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ আচমকাই ভেন্ডিবাজার এলাকার পাঁচতলা একটি বাড়ি ভেঙে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত, মুম্বইয়ের ওই বাড়ি ভাঙার ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দুর্ঘটনার খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় প্রশাসন। পৌঁছয় বিপর্যয় মোকাবিলাকারী দল এবং দমকল বাহিনী। তবে ভেঙে পড়া বাড়ির নিচে এখনও পর্যন্ত ৩০ জন আটকে রয়েছেন বলে অনুমান করছে প্রশাসন। ইতিমধ্যেই ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের সাহায্যেই উদ্ধার কাজ চালানো হচ্ছে বলে খবর।


জানা যাচ্ছে, ভেন্ডি বাজারের ওই বাড়িটি প্রায় ১০০ বছরের পুরনো। ১০টি পরিবার ওই বাড়িটিতে বসবাস করে বলেও জানা যাচ্ছে। তবে ওই বাড়িটি বিপদজ্জনক বাড়িঘরের তালিকায় ছিল কি না, সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য মেলেনি।


এদিকে গত সোমবার থেকে একটানা বৃষ্টির জেরে কার্যত বিপর্যস্ত মুম্বই। মঙ্গলবার থেকে পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করায়, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে বাইরে না বেরোনোর আর্জি জানিয়েছেন।