ওয়েব ডেস্ক: নির্মম। নিষ্ঠুর। নৃশংস। যত বলা যায় কমই বলা হবে। এমনই ঘটনা ঘটেছে আমাদেরই দেশে। ছোট্ট ছোট্ট পড়ুয়াকে শিশু কল্যাণ কেন্দ্রে আগুনে চামচ গরম করে হাত পুড়িয়ে দেওয়া হল!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নৃশংস এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার করিমনগর জেলার একটি শিশু কল্যাণ কেন্দ্রে। 'শিশু গৃহ' নামের ওই শিশু কল্যাণ কেন্দ্রটি তেলেঙ্গানা সরকার দ্বারা পরিচালিত। ওই শিশু কল্যাণ কেন্দ্রের কেয়ারটেকার ছোট ছোট পড়ুয়াকে শাস্তি হিসেবে চামচ আগুনে পুড়িয়ে হাতে ছেঁকা দিচ্ছে। সিসিটিভি ফুটেজে এমনই দেখা গিয়েছে।



এটাই প্রথমবার নয়। এর আগেও ওই সংস্থার কেয়ারটেকারদের শিশুদের ওপর অত্যাচার করতে দেখা গিয়েছিল। কিন্তু তখন সেই বিষয়ে সেভাবে কোনও পদক্ষেপ নেয়নি সংস্থার কর্তারা। সরকারের পরিচালিত এই সংস্থায় কীভাবে এরকম ঘটনা দিনের পর দিন ঘটতে পারে তাই এখন প্রশ্নের মুখে।


সিসিটিভি ফুটেজে দেখুন সেই নির্মমতার ছবি।